গাজীপুরের সাংবাদিক তুহিন হত্যা মামলার প্রধান আসামি কেটু মিজান গ্রেফতার কাপ্তাই সাংবাদিক তীব্র নিন্দা ও শাস্তির দাবি করে বিবৃতি

 

গাজীপুর প্রতিনিধি:

গাজীপুরের সাংবাদিক তুহিন হত্যা মামলার প্রধান আসামি কেটু মিজানকে র‌্যাব-১ ও পুলিশের যৌথ অভিযানে গ্রেফতার করা হয়েছে। তার সঙ্গে মামলার অপর দুই আসামি স্বাধীন ও গোলাপীকেও আটক করা হয়। গ্রেফতার হওয়া কেটু মিজানের বাড়ি জামালপুর জেলার মেলান্দহ থানার মাহমুদপুর গ্রামে। পিতার নাম মোবারক মিয়া।

                        নিহত সাংবাদিক তুহিন           বর্তমানে সে গাজীপুরের বাসন থানার চান্দনা চৌরাস্তার মঞ্জু মিয়ার বাড়িতে ভাড়াটিয়া হিসেবে বসবাস করছিল। প্রাপ্ত তথ্যে জানা যায়, কেটু মিজানের বিরুদ্ধে বিভিন্ন ধারায় মোট ১২টি মামলা রয়েছে। তবে সাংবাদিক তুহিন হত্যার পেছনে সুনির্দিষ্ট কারণ সম্পর্কে এখনও তদন্ত চলছে। এদিকে, কাপ্তাইয়ের পেশাদার সাংবাদিকরা দাবি করেছেন, এ হত্যাকাণ্ডের সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত করে তুহিন হত্যাকারীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে।