কুষ্ঠ চিকিৎসা কেন্দ্র চন্দ্রঘোনায় বিজিসি ট্রাস্ট মেডিকেল কলেজের শিক্ষার্থীদের প্রশিক্ষণ কর্মশালা

 

কাপ্তাই (রাঙামাটি) প্রতিনিধি:

গত ১০ আগস্ট রবিবার রাঙামাটির চন্দ্রঘোনায় অবস্থিত কুষ্ঠ চিকিৎসা কেন্দ্র ও খ্রিষ্টীয়ান হাসপাতালের সিসিএইচপি প্রোগ্রামের আওতায় লেপ্রসি ট্রেনিং প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে। এতে চট্টগ্রামের বিজিসি ট্রাস্ট মেডিকেল কলেজের এমবিবিএস শেষ বর্ষের কমিউনিটি মেডিসিন ও পাবলিক হেলথ বিষয়ে অধ্যয়নরত ৯০ জন শিক্ষার্থী অংশ নেন। প্রশিক্ষণ শুরুর আগে স্বাগত বক্তব্য রাখেন প্রোগ্রাম ম্যানেজার বিজয় মারমা এবং বিজিসি ট্রাস্টের কমিউনিটি মেডিসিন ও পাবলিক হেলথ বিভাগের সহকারী অধ্যাপক ডা. তাসলিমা নেওয়াজ। প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন চন্দ্রঘোনা খ্রিষ্টীয়ান হাসপাতালের সার্জারি বিভাগের কনসালটেন্ট ডা. বিলিয়াম সাংমা। এসময় তিনি কুষ্ঠ রোগ বিষয়ে বিস্তারিত উপস্থাপনা করেন। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বিজিসি ট্রাস্ট মেডিকেল কলেজের অধ্যক্ষ প্রফেসর ডা. অরূপ দত্ত, ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজির ভাইস চ্যান্সেলর প্রফেসর ডা. জাহিদ হাসান শরীফ, বিভাগীয় প্রধান ডা. সাইমন রায়হান উদ্দিন চৌধুরী, ডা. মো. ওমর ফারুক, ডা. ফাহমিদা, ডা. বোরহান উদ্দিন ও ডা. সৌরভ। প্রশিক্ষণের অংশ হিসেবে শিক্ষার্থীরা চন্দ্রঘোনা কুষ্ঠ হাসপাতাল কেন্দ্র পরিদর্শন করেন, কুষ্ঠ রোগীদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং কুষ্ঠ চিকিৎসা কার্যক্রম সম্পর্কে সরাসরি ধারণা লাভ করেন।