
মোঃ ওমর ফারুক নানিয়ারচর প্রতিনিধিঃ
নানিয়ারচর উপজেলা মিলনায়তনে রাঙামাটি পার্বত্য জেলার মান্যবর জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোঃ হাবিব উল্লাহ (মারুফ)–এর সঙ্গে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকাল ১১টায় অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন নানিয়ারচর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বিবি করিমুন্নেছা। সভায় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এসএম মান্না, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মৈত্রী রায়, উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, শিক্ষকবৃন্দ, মৌজা হেডম্যান, কার্বারী, সাংবাদিক, এনজিও প্রতিনিধি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।সভায় জেলা প্রশাসক মোঃ হাবিব উল্লাহ (মারুফ) সরাসরি অংশগ্রহণকারীদের কাছ থেকে তাদের নিজ নিজ সমস্যা ও প্রস্তাব শুনেন এবং তা গুরুত্বের সঙ্গে গ্রহণ করেন। তিনি উপস্থিত কর্মকর্তাদের সহযোগিতায় সমস্যা সমাধানের প্রতিশ্রুতি দেন।বিশেষ করে শিক্ষার মানোন্নয়নে প্রতিটি উপজেলায় একটি করে ছাত্রাবাস নির্মাণ এবং নানিয়ারচর উপজেলাকে একটি পূর্ণাঙ্গ পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তোলার আশাবাদ ব্যক্ত করেন জেলা প্রশাসক। এ মতবিনিময় সভাটি প্রশাসন ও জনসাধারণের মধ্যে একটি গুরুত্বপূর্ণ সেতুবন্ধন হিসেবে কাজ করেছে বলে মন্তব্য করেন উপস্থিত অনেকে।