
কাপ্তাই (রাঙামাটি) প্রতিনিধিঃ
টানা তিন মাস বন্ধ থাকার পর আগামী ২ আগস্ট মধ্যরাত থেকে কাপ্তাই হ্রদে আবারও শুরু হচ্ছে মৎস্য আহরণ। বরাবরের মতোই মাছের প্রজনন ও হ্রদের পরিবেশ রক্ষায় প্রতি বছর ১ মে থেকে ৩১ জুলাই পর্যন্ত এই নিষেধাজ্ঞা আরোপ করা হয়ে থাকে। বাংলাদেশ মৎস্য উন্নয়ন করপোরেশন (বিএফডিসি) সূত্রে জানা গেছে, এই সময়সীমা শেষ হওয়ার পর আগামী ২ আগস্ট রাত ১২টা ১ মিনিট থেকে জেলেরা হ্রদে নেমে আবারও মাছ ধরা শুরু করতে পারবেন। এ বিষয়ে বিএফডিসি কাপ্তাই হ্রদ শাখার ব্যবস্থাপক জানিয়েছেন, “মৎস্য আহরণ নিষেধাজ্ঞার সময় আমরা নিয়মিত নজরদারি করেছি যাতে কেউ অবৈধভাবে মাছ আহরণ করতে না পারে। নিষেধাজ্ঞা শেষ হলে সুষ্ঠুভাবে মাছ ধরার জন্য সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে।” তিন মাসের নিষেধাজ্ঞার ফলে হ্রদে মাছের উৎপাদন বৃদ্ধির আশাবাদ ব্যক্ত করেছেন সংশ্লিষ্টরা। জেলেদের মাঝেও মাছ ধরার মৌসুমকে ঘিরে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে। উল্লেখ্য, দেশের অন্যতম বৃহৎ মিঠাপানির জলাধার কাপ্তাই হ্রদ রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবান জেলার বিস্তৃত অঞ্চলে ছড়িয়ে আছে। প্রতি বছর এই হ্রদ থেকে বিপুল পরিমাণ মাছ আহরণ হয়, যা স্থানীয় চাহিদা পূরণের পাশাপাশি দেশের বিভিন্ন জেলায় সরবরাহ করা হয়।