বাংলাদেশ নৌবাহিনী স্কুল এন্ড কলেজ কাপ্তাইয়ে এসএসসি  কৃতি শিক্ষার্থী সংবর্ধনা

 

রবিউল হোসেন চৌধুরী রিপনঃ

রাঙামাটির কাপ্তাইয়ে বাংলাদেশ নৌবাহিনী স্কুল এন্ড কলেজ প্রাঙ্গণে আজ ১৯ জুলাই (শনিবার) এসএসসি ২০২৫ সালের পরীক্ষায় উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ নৌবাহিনী স্কুল এন্ড কলেজ কাপ্তাইয়ের গভর্নিং বডির চেয়ারম্যান ও বানৌজা শহীদ মোয়াজ্জমের অধিনায়ক কমডোর আমানত উল্লাহ (জি), এনইউপি, এএফডব্লিউসি, পিএসসি, বিএন। কোরআন তেলোয়াতের মধ্যে দিয়ে শুরু হওয়া অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপাধ্যক্ষ জাহাঙ্গীর আলম এবং কৃতজ্ঞতা প্রকাশ করে বক্তব্য রাখেন, অধ্যক্ষ মোঃ আলিফ উল্লাহ (শিক্ষা), বিএন।শিক্ষার্থীদের মনোজ্ঞ সংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে উৎসাহিত করেন অত্র স্কুলের ছাত্রছাত্রীবৃন্দ। সংবর্ধিত শিক্ষার্থীদের মনোজ্ঞ আবৃত্তির মাধ্যমে উৎসাহিত করেন সহ শিক্ষক অভিজিৎ সরকার।
জানা যায়, পাহাড়ি জনপদে এবারও সাফল্যের ধারাবাহিকতা বজায় রেখেছে প্রতিষ্ঠানটি। কাপ্তাই উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সৈয়দ মাহমুদ হাসান জানান, ২০২৫ সালের এসএসসি পরীক্ষায় বিজ্ঞান ও বাণিজ্য শাখায় মোট ১০২ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে, এবং সবার ফলাফলই পাস—পাসের হার শতভাগ। এর মধ্যে ৪৭ জন পরীক্ষার্থী পেয়েছে সর্বোচ্চ জিপিএ-৫। তিন পার্বত্য জেলার ফলাফল বিশ্লেষণে আবারও শীর্ষস্থান ধরে রেখেছে কাপ্তাই নৌবাহিনী স্কুল অ্যান্ড কলেজ। প্রধান অতিথি কমডোর আমানত উল্লাহ (জি), বিএন তাঁর বক্তব্যে বলেন—তোমরা আজ শুধু নিজেদের নয়, প্রতিষ্ঠানের নামও উজ্জ্বল করেছো। এই সাফল্য যেন তোমাদের এগিয়ে চলার পথের প্রেরণা হয়। মনে রেখো, এসএসসি তোমাদের জীবনের প্রথম সিঁড়ি—এখান থেকেই শুরু তোমাদের বড় হওয়ার যাত্রা। সামনে রয়েছে আরও অনেক চ্যালেঞ্জ, আর সেই চ্যালেঞ্জগুলো তোমাদের সাহসিকতা ও কঠোর পরিশ্রম দিয়েই মোকাবিলা করতে হবে। তিনি আরও বলেন—তোমরা যেমন বিদ্যালয়ের গর্ব, তেমনি দেশের ভবিষ্যৎ। তোমাদের মধ্যে থেকেই বেরিয়ে আসবে আগামী দিনের নেতৃত্ব। নিয়মিত অধ্যয়ন, সততা আর দায়িত্ববোধ—এই তিনটি গুণ ধারণ করতে পারলে তোমরাই গড়বে আগামীর বাংলাদেশ। নৌবাহিনী স্কুল অ্যান্ড কলেজ সবসময়ই তোমাদের পাশে থাকবে, তোমাদের মঙ্গল কামনায় কাজ করে যাবে। শেষে তিনি শিক্ষার্থীদের উদ্দীপনা দিয়ে বলেন—তোমাদের প্রতিটি সাফল্য আমাদের অহংকার। মনে রেখো, অসম্ভব বলে কিছু নেই। পরিশ্রম করে নিজের মেধার সর্বোচ্চ ব্যবহার করলে তোমরাও হতে পারো দেশের শীর্ষস্থানীয় মানুষদের একজন। আগামীর পথচলায় তোমাদের জন্য রইলো আন্তরিক শুভকামনা ও দোয়া। উক্ত অনুষ্ঠানে অতিথি হিসাবে আরও উপস্থিত ছিলেন খ্রিস্টান হাসপাতাল চন্দ্রঘোনা পরিচালক ডাঃ প্রবীর খেয়াং, কাপ্তাই ওয়াগ্গা মৌজার হেডম্যান বাবু অরুণ তালুকদার সহ সাংবাদিক, বাংলাদেশ নৌবাহিনী র কর্মকর্তা,অভিভাবক, ছাত্র-ছাত্রীবৃন্দ।