
কাপ্তাই ( রাঙামাটি) প্রতিনিধি:
বিএনপির ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে কুরুচিপূর্ণ স্লোগান, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ছবি পদদলিত করে অসম্মান প্রর্দশন এবং আইন শৃঙ্খলা বাহিনীর নির্লিপ্ততায় দেশ জুড়ে আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতি ও ষড়যন্ত্রমূলক ভাবে দেশকে অস্তিতিশীল করার প্রতিবাদে রাঙামাটির কাপ্তাই উপজেলা বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
আজ রবিবার (২০ জুলাই) সকাল সাড়ে ১০ টা কাপ্তাই উপজেলা সদর বড়ইছড়ি কেন্দ্রীয় শহীদ মিনার হতে একটা বিক্ষোভ মিছিল বের হয়ে উপজেলার বড়ইছড়ি বাজার এবং কাপ্তাই সড়ক প্রদক্ষিণ করে আবারও কেন্দ্রীয় শহীদ মিনারে এসে শেষ হয়। পরে শহীদ মিনার চত্বরে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন কাপ্তাই উপজেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি জাফর আহমেদ স্বপন। এসময় প্রধান অতিথির বক্তব্য রাখেন রাঙামাটি জেলা বিএনপির সহ সভাপতি ডা: রহমত উল্লাহ। উপজেলা যুবদলের সদস্য সচিব ইব্রাহিম হাবিব মিলুর সঞ্চালনায় প্রতিবাদ সমাবেশে কাপ্তাই উপজেলার বিএনপির সাধারণ সম্পাদক ইয়াছিন মামুন, সাংগঠনিক সম্পাদক উথোয়াই মং মারমা, কাপ্তাই উপজেলা যুবদলের আহবায়ক জাহিদুল ইসলাম,
উপজেলা ছাত্র দলের আহবায়ক সেকান্দর আলী রাসেল, সদস্য সচিব মো: ইব্রাহিম সহ জেলা ও উপজেলা বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা এসময় উপস্থিত ছিলেন।সমাবেশে বক্তারা বলেন ফ্যাসিস্ট সরকার যেন বার বার ফিরে না আসে সকলকে সজাগ থাকতে হবে। আমাদের দলের ভাইস চেয়ারম্যান এর বিরুদ্ধে যে কুরুচিপূর্ণ স্লোগান দেওয়া হয়েছে তা আমরা তীব্র নিন্দা জানাই। ভবিষ্যতে আপনারা সংযত হয়ে কথা বলবেন, মনে রাখবেন বিএনপি বাংলাদেশের সর্ববৃহৎ দল। বিএনপির নেতৃবৃন্দ রাজপথে জবাব দিবে। বক্তারা আরও বলেন,গতকাল চকরিয়ায় এনসিপি সমাবেশে কেন্দ্রীয় বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ-কে নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্য প্রদানেরও তীব্র প্রতিবাদ জানান । বক্তারা অবিলম্বে দায়ীদের গ্রেপ্তার ও বিচার দাবি করেন এবং দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে গণআন্দোলনে ঝাঁপিয়ে পড়ার আহ্বান জানান।