পার্বত্য চট্রগ্রাম মানবিক সেবা সংস্থা উদ্যোগে কাপ্তাইয়ে শিক্ষা উপকরণ প্রদান

 

কাপ্তাই, রাঙ্গামাটি প্রতিনিধিঃ

রাঙ্গামাটি কাপ্তাইয়ে ব্যাঙছড়ি জয় মঙ্গল বৌদ্ধ বিহারে নানা ভাব গাম্ভীর্যের মধ্যে দিয়ে পার্বত্য চট্রগ্রাম মানবিক সেবা সংস্থা উদ্যোগে অষ্টপরিষ্কার দান,সংঘ দান, বর্ষাবাস (ওয়াছো) চীবর দান শিক্ষা বৃত্তি, দুস্থ ও চিকিৎসা সহায়তা শিক্ষা উপকরণ বিতরণসহ নানাবিধি দান প্রদান করা হয়।
শুক্রবার (১৮ জুলাই) সকালে তিন পার্বত্য জেলা থেকে দায়ক দায়ীকারা মঙ্গলাচরনে বের হয়ে কাপ্তাই ব্যাঙছড়ি উদ্দেশে এসে ভান্তের চীবর (কাপড়), পেদেসাঃ (কাগজের তৈরি টাকা ঝুলানোর ফুল গাছ) নগদ টাকাসহ পূজার সামগ্রী হাতে নিয়ে বিহার আসেন। পরে সমবেত হয়ে পঞ্চশীল, অষ্টশীল গ্রহণ এবং পূণ্যলাভের জন্যে ব্যাঙছড়ি জয়মঙ্গল বৌদ্ধ বিহারের অধ্যক্ষের নিকট চীবর দান করেন দায়ক-দায়ীকারা।এসময় পার্বত্য চট্রগ্রাম মানবিক সেবা সংস্থা উদ্যোগে ২’শ জনের দুপুরে খাবার ব্যবস্থা করা হয়। ডলুই ছড়ি পাড়া বিরারাধ্যক্ষ তিষা মহাথেরো সবার উদ্দেশে ধর্ম দেশনা দেন ও দেশের শান্তির জন্য মঙ্গল কামনা করেন। পরে বিকেল দ্বিতীয় অধিবেশনে ৬০ জনকে শিক্ষা উপকরণ প্রদান করা হয়। শিক্ষা উপকরণ অনুষ্ঠানে ডচেংনু চৌধুরী সঞ্চালনায় বড়খোলা পাড়া বিহারাধ্যক্ষ সুমনা মহাথের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন,ডলুই ছড়ি পাড়া বিরারাধ্যক্ষ তিষা মাহাথেরো, ব্যাঙছড়ি জয় মঙ্গল বৌদ্ধ বিহার বিহারাধ্যক্ষ সনা মহাথের, বিশ্বশান্তি বুদ্ধ ধাতু বোগো জানি উপদেষ্টা, ভদন্ত ওয়েংনাশ্রী,রাজগুরু মংশিনু বৈদ্য, পার্বত্য চট্রগ্রাম মানবিক সেবা সংন্থা সিনিয়র উপদেষ্টা ও পরিচালক মো: আমজাদ, পার্বত্য চট্রগ্রাম মানবিক সেবা সংন্থা স্থায়ী প্রতিষ্ঠাতা পরিচালক মংপ্রু মারমা,ot ইনচার্জ বাংলাদেশ আই হসপিটাল ডা.মংহাই মারমা,পার্বত্য চট্রগ্রাম মানবিক সেবা সংন্থা অর্থ সম্পাদক মংমং মারমা, মংসুইছাইন মারমা, বিদর্শন বড়ুয়ার, সাংবাদিক রিপন মারমা প্রমুখ।