কাপ্তাইয়ে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন করেন ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা নেলী রুদ্র

 

কাপ্তাই (রাঙামাটি) প্রতিনিধি:

“অভয়াশ্রম গড়ে তুলি, দেশি মাছে দেশ ভরি”—এই প্রতিপাদ্যে দেশের অন্যান্য স্থানের মতো রাঙামাটির কাপ্তাইয়ে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৫ এর উদ্বোধন করা হয়েছে। সোমবার (১৮ আগস্ট) সকাল ১০টায় কাপ্তাই উপজেলা সদর পুকুরে ১০ কেজি কার্প জাতীয় বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্তের মাধ্যমে এ কর্মসূচির উদ্বোধন করেন কাপ্তাই উপজেলা ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা নেলী রুদ্র।

উদ্বোধন শেষে মৎস্য অফিস চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের হয়ে কাপ্তাইয়ের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয়। পরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষ কিন্নরী তে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নেলী রুদ্র। তিনি বলেন—মৎস্য সম্পদে সমৃদ্ধ আমাদের দেশ। বর্তমানে পুরুষদের পাশাপাশি মহিলারাও মৎস্য চাষে সম্পৃক্ত হলেও তাদের যথাযথ মূল্যায়ন কম করা হয়। তাই মৎস্যচাষে নারী অংশগ্রহণকে গুরুত্ব দিতে হবে। একই সঙ্গে মাছে ক্ষতিকর কেমিক্যাল ব্যবহার থেকে বিরত থাকার জন্য মৎস্যজীবিদের প্রতি অনুরোধ জানাই। আলোচনা সভায় সভাপতিত্ব করেন কাপ্তাই মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা বিমল জ্যোতি চাকমা এবং সঞ্চালনায় ছিলেন কাপ্তাই প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ঝুলন দত্ত। এসময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন—রাঙামাটি জেলা বিএনপির সহ সভাপতি ডা. রহমত উল্লাহ, জেলা বিএনপির যুগ্ম সম্পাদক ও কাপ্তাই উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান দিলদার হোসেন, কাপ্তাই উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ইয়াছিন মামুন, উপজেলা জামায়াতে ইসলামীর আমীর হারুনর রশিদ, কাপ্তাই যুবদলের সদস্য সচিব ইব্রাহিম হাবিব মিলু। স্বাগত বক্তব্য রাখেন কাপ্তাই সহকারী তথ্য অফিসার দেলোয়ার হোসেন। এছাড়া বক্তব্য রাখেন—কাপ্তাই মৎস্য ব্যবসায়ী সমিতির সভাপতি বেলাল হোসেন, মৎস্যচাষী অজিৎ কারবারি, মৎস্যচাষী মো. ইউনুছ।
অনুষ্ঠান শেষ পর্যায়ে তিনজন সফল মৎস্যচাষীকে সম্মাননা প্রদান করা হয়। পুরস্কার হিসেবে প্রত্যেককে একটি করে ক্রেস্ট, সার্টিফিকেট ও নগদ ১ হাজার টাকা দেওয়া হয়। সম্মাননা প্রাপ্ত সফল মৎস্যচাষী— মো. নুরুল কবির, সোহেল তঞ্চঙ্গ্যা ও অজিৎ কারবারিকে সম্মাননা প্রদান ও পুরস্কার হিসেবে