হরিরামপুর উপজেলায় জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৫ উদযাপন

 

হরিরামপুর হতে মোঃ বিল্লাল হোসেন:

“অভয়াশ্রম গড়ে তুলি, দেশি মাছে দেশ ভরি”—এ প্রতিপাদ্যকে সামনে রেখে মানিকগঞ্জের হরিরামপুর উপজেলায় নানা আয়োজনের মধ্য দিয়ে জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৫ উদযাপিত হয়েছে। রবিবার (তারিখ উল্লেখযোগ্য হলে দিন দিনতে হবে) সকালে প্রথমে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। পরে উপজেলার অভয়াশ্রম এলাকায় মাছের পোনা অবমুক্ত করা হয়। এসময় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ নুরুল ইকরাম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) কোহিনূর আক্তার। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ জহুরুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা এবং হরিরামপুর থানার এসআই সায়েম চৌধুরী প্রমুখ। আলোচনা সভায় বক্তারা বলেন—“আজকের সংরক্ষণই আগামী দিনের উৎপাদন।” তারা আরও বলেন, দেশের মৎস্যজীবীদের সর্বদা মৎস্য আইন মেনে চলতে হবে এবং মৎস্য আহরণ, মজুদ ও সংরক্ষণের ব্যাপারে আরও সচেতন হতে হবে।