
।
মোঃ আবদুল হক বিভাগীয় ব্যুরো প্রধান ঢাকাঃ
মানিকগঞ্জ হরিরামপুরে পদ্মানদীতে অভিযান পরিচালনা করে প্রায় ৫ লক্ষাধিক টাকার চায়না ও কারেন্ট জাল ধ্বংস করেছে উপজেলা প্রশাসন। মোবাইল কোর্ট পরিচালনার মাধ্যমে এসব অবৈধ চায়না ও কারেন্ট জাল জব্দ করা হয়। উপজেলার কাঞ্চনপুর,গোপিনাথপুর রামকৃষ্ণপুর এলাকায় পদ্মানদী থেকে এসব জাল তুলে এনে আন্ধারমানিক খেয়াঘাটে পুড়িয়ে দেয়া হয়।
মোবাইল কোর্ট পরিচালনার সময় ৫ জনকে ব্যক্তিকে আটক করা হলেও মানবিক কারনে উক্ত ৫ জনকে মোট সাড়ে ৫ হাজার টাকা জরিমানা করে ছেরে দেয়া হয়।মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি)তাপসী রাবেয়া, উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ ফরমান আলী, হরিরামপুর থানা পুলিশ আনসার সদস্য উপস্থিত ছিল।উপজেলা প্রশাসন বলেন এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।