
মোঃ আবদুল হক বিভাগীয় ব্যুরো প্রধান ঢাকাঃ
বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট হরিরামপুর উপজেলা শাখা এর আয়োজনে, হিন্দু ধর্মীয় আইন পরিবর্তন প্রচেষ্টার প্রতিবাদে মুক্তিযোদ্ধা ক্লাব কান্ঠা পাড়া , হরিরামপুর মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। উক্ত মানববন্ধনে হিন্দু ধর্মে পূর্বের আইন যেন কোন পরিবর্তন না এই বিষয়ে সরকারের কাছে মৌখিকভাবে আবেদন করে এবং যে সকল এনজিও এই আইনের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে তাদের বিরুদ্ধে আইনুল ব্যবস্থার জন্য মানববন্ধন করেন। হয় তার জন্য উক্ত সমাবেশে সভাপতিত্ব করেন, রতন কুমার দাস, অধ্যাপক,বিচারপতি সরকারী নুরুল ইসলাম কলেজ হরিরামপুর । বাবু উত্তম কুমার দেবনাথ, সভাপতি হিন্দু মহাজোট হরিরামপুর শাখা, সাধারণ সম্পাদক সুবল কুমার সরকার । শ্রী কৃষ্ণ হালদার যুগ্ন আহবায়ক, হিন্দু মহাজোট হরিরামপুর শাখা, লিটন হালদার সাংগঠনিক সম্পাদক, বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট হরিরামপুর উপজেলা শাখা। মিঠুন হালদার (পাখি)সভাপতি, বাংলাদেশ জাতীয় হিন্দু ছাএ মহাজোট হরিরামপুর উপজেলা শাখা সংগঠনের নেতা কর্মী উপস্থিত ছিলেন।