
মোঃ আবদুল হক, বিশেষ প্রতিনিধিঃ
মানিকগঞ্জের হরিরামপুর উপজেলায় হরিরামপুর উপজেলা প্রেসক্লাবের সদস্যদের সঙ্গে হরিরামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আবজাল হোসেন এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সম্প্রতি হরিরামপুর থানায় আয়োজিত এ মতবিনিময় সভায় হরিরামপুর উপজেলা প্রেসক্লাবের সকল সদস্য অংশগ্রহণ করেন।
সভায় উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সংবাদ পরিবেশন, পুলিশ ও সাংবাদিকদের মধ্যে সমন্বয় জোরদার, গুজব প্রতিরোধ এবং জনসচেতনতা বৃদ্ধি সংক্রান্ত বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করা হয়।
ওসি মোঃ আবজাল হোসেন বলেন, সঠিক ও যাচাই-বাছাই করা সংবাদ পরিবেশন সমাজে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এ ক্ষেত্রে সাংবাদিকদের দায়িত্বশীল ভূমিকা প্রত্যাশা করেন তিনি। এসময় উভয় পক্ষ ভবিষ্যতে পারস্পরিক সহযোগিতা ও নিয়মিত যোগাযোগ আরও জোরদার করার ওপর গুরুত্বারোপ করেন।
মতবিনিময় সভায় হরিরামপুর উপজেলা প্রেসক্লাবের নেতৃবৃন্দসহ থানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা উপস্থিত ছিলেন।




