পাহাড়তলী গাউছিয়া তৈয়্যবীয়া সুন্নীয়া দাখিল মাদরাসায় সবক প্রদান ও বার্ষিক পুরস্কার বিতরণ

বিশেষ প্রতিনিধিঃ

চট্টগ্রাম নগরীর পাহাড়তলী সিডিএ মার্কেটস্থ গাউছিয়া তৈয়্যবীয়া সুন্নীয়া দাখিল মাদরাসায় নতুন বছরের শিক্ষার্থীদের সবক প্রদান ও বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৮ জানুয়ারি) সকাল ১০টায় মাদরাসা মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানে মাদরাসার সুপার মাওলানা হাফেজ আব্দুল হালিমের সভাপতিত্বে এবং সিনিয়র শিক্ষক মুহাম্মদ রবিউল হোসাইন রানার সঞ্চালনায় অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদরাসা পরিচালনা পরিষদের সভাপতি আলহাজ আনোয়ারুল হক। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন মাদরাসা পরিচালনা পরিষদের সাধারণ সম্পাদক আলহাজ ইদ্রিস মোহাম্মদ নুরুল হুদা।
প্রধান মেহমান হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের সবক প্রদান করেন জামেয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া মাদরাসার উপাধ্যক্ষ ডক্টর আল্লামা লিয়াকত আলী কাদেরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদরাসা পরিচালনা পরিষদের সদস্য মোহাম্মদ সাইফুদ্দিন ও মোহাম্মদ মহিউদ্দিন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মাদরাসার সহকারী সুপার মাওলানা শেখ মুহাম্মদ ফোরকান কাদেরী, মাওলানা মুহাম্মদ রাশেদুল ইসলাম কাদেরী, আলহাজ মাওলানা মুহাম্মদ ইলিয়াছ আমানী, মাওলানা আসসাউল হক সিফাত কাদেরী, হাফেজ মাওলানা মুহাম্মদ তারেক হোসেন, মাওলানা মুহাম্মদ নজরুল ইসলাম, মাস্টার রাকিব সিকদার, এস এম আনিসুল ইসলাম, ইয়াসমিন আক্তার, নুসরাত জেবিন, উম্মে সালমা, উম্মে কুলসুম, সাবিনা ইয়াসমিন, আব্দুর রশিদসহ শিক্ষক-শিক্ষিকা ও অতিথিবৃন্দ। শেষে মিলাদ কিয়াম ও আখেরি মুনাজাতের মাধ্যমে অনুষ্ঠানটির সমাপ্তি ঘোষণা করা হয়।