শীতার্ত অসহায়দের পাশে ওয়ার্ল্ড হিউম্যান রাইটস্ ক্রাইম রিপোর্টাস সোসাইটি

নিজস্ব সংবাদদাতা ঢাকাঃ

প্রচণ্ড শীতের তীব্রতায় বিপর্যস্ত অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়িয়েছে ওয়ার্ল্ড হিউম্যান রাইটস্ ক্রাইম রিপোর্টাস সোসাইটি। প্রতিবছরের মতো এবারও সংগঠনটির উদ্যোগে প্রায় ৮০০ (আটশত) দুস্থ মানুষের মাঝে উন্নতমানের কম্বল বিতরণ করা হয়েছে। গত ৯ জানুয়ারি থেকে ১৫ জানুয়ারি পর্যন্ত ঢাকার সায়দাবাদ, খিলগাঁও, মায়াকানন, গোলাপবাগ, মিরপুর শাহ আলী মাজার এলাকা, শাহজাহানপুর, পোস্তগোলা, হাজারীবাগ, কাজলা ও শ্যামপুর বালুর মাঠ সংলগ্ন এলাকায় পর্যায়ক্রমে এ কম্বল বিতরণ কার্যক্রম পরিচালিত হয়। কম্বল বিতরণ কার্যক্রমে নেতৃত্ব দেন ওয়ার্ল্ড হিউম্যান রাইটস্ ক্রাইম রিপোর্টাস সোসাইটির সিইসি কমিটির চেয়ারম্যান, দৈনিক স্বাধীনজনতা২৪.নিউজ ও সাপ্তাহিক পল্লীদূত পত্রিকার প্রকাশক ও সম্পাদক মোঃ রফিকুল ইসলাম (রায়হান)। এ সময় সংগঠনের অন্যান্য কর্মকর্তারাও উপস্থিত ছিলেন। কম্বল পেয়ে রাস্তায় দিন কাটানো হতদরিদ্র মানুষজন শীত নিবারণে কিছুটা হলেও স্বস্তি লাভ করেন। এ বিষয়ে মোঃ রফিকুল ইসলাম (রায়হান) বলেন, “শীত, দুর্যোগ ও দুঃসময়ে আমরা এই অসহায় দুস্থ মানুষদের পাশে দাঁড়ানোর চেষ্টা করি। নিজের ব্যক্তিগত খরচে সংগঠনের মাধ্যমে যতটুকু সম্ভব সাহায্য-সহযোগিতা করে যাচ্ছি। তিনি আরও বলেন, “শীতের কষ্ট সেই মানুষই ভালো বোঝে, যার কাছে শীত নিবারণের মতো কোনো বস্ত্র নেই। সবার সম্মিলিত উদ্যোগে দরিদ্র মানুষদের এই কষ্ট লাঘব করা সম্ভব। অন্তত কিছু মানুষের পাশে নিজের সাধ্য অনুযায়ী দাঁড়াতে পেরে আমি নিজেকে ধন্য মনে করছি। এ সময় তিনি সমাজের সর্বস্তরের মানুষের প্রতি আহ্বান জানিয়ে বলেন, “আপনারাও নিজ নিজ সামর্থ্য অনুযায়ী অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ান।