মোঃ আবদুল হক, বিশেষ প্রতিনিধিঃ
মানিকগঞ্জের হরিরামপুর উপজেলায় হরিরামপুর উপজেলা প্রেসক্লাবের সদস্যদের সঙ্গে হরিরামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আবজাল হোসেন এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সম্প্রতি হরিরামপুর থানায় আয়োজিত এ মতবিনিময় সভায় হরিরামপুর উপজেলা প্রেসক্লাবের সকল সদস্য অংশগ্রহণ করেন।
সভায় উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সংবাদ পরিবেশন, পুলিশ ও সাংবাদিকদের মধ্যে সমন্বয় জোরদার, গুজব প্রতিরোধ এবং জনসচেতনতা বৃদ্ধি সংক্রান্ত বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করা হয়।
ওসি মোঃ আবজাল হোসেন বলেন, সঠিক ও যাচাই-বাছাই করা সংবাদ পরিবেশন সমাজে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এ ক্ষেত্রে সাংবাদিকদের দায়িত্বশীল ভূমিকা প্রত্যাশা করেন তিনি। এসময় উভয় পক্ষ ভবিষ্যতে পারস্পরিক সহযোগিতা ও নিয়মিত যোগাযোগ আরও জোরদার করার ওপর গুরুত্বারোপ করেন।
মতবিনিময় সভায় হরিরামপুর উপজেলা প্রেসক্লাবের নেতৃবৃন্দসহ থানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
প্রধান সম্পাদকঃ মোঃশামছুল আলম, প্রকাশকঃ রবিউল হোসেন রিপন, ০১৬৩৯২২৫২০৫, সম্পাদকঃ পম্পি বড়ুয়া
Copyright © 2026 দৈনিক রাঙামাটি সময়. All rights reserved.