
চৌধুরী মুহাম্মদ রিপন, কাপ্তাই (রাঙামাটি):
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্দেশনায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আগমন উপলক্ষে কাপ্তাই উপজেলা যুবদলের সদস্য সচিব মোঃ ইব্রাহিম হাবিব মিলুর নেতৃত্বে গতকাল কাপ্তাই থেকে ঢাকার উদ্দেশে যাত্রা করেছে কাপ্তাই উপজেলা যুবদলের একটি প্রতিনিধিদল।
যাত্রাকালে যুবদলের নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়। তারা দলীয় পতাকা, স্লোগান ও শৃঙ্খলার মধ্য দিয়ে ঢাকার উদ্দেশে রওনা দেন। এসময় কাপ্তাই উপজেলা যুবদলের সদস্য সচিব মোঃ ইব্রাহিম হাবিব মিলু বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুযোগ্য নেতৃত্বে এবং তারেক রহমানের সাহসী ও দূরদর্শী নির্দেশনায় আজ যুবদল ঐক্যবদ্ধ। তারেক রহমানের আগমন দেশের গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনকে আরও বেগবান করবে। কাপ্তাই উপজেলা যুবদল সবসময় রাজপথে থেকে গণতন্ত্র ও জনগণের অধিকার আদায়ে কাজ করে যাবে। তিনি আরও বলেন, যুবদল নেতাকর্মীরা শান্তিপূর্ণভাবে কর্মসূচিতে অংশগ্রহণ করে দলের ভাবমূর্তি সমুন্নত রাখবে। এসময় কাপ্তাই উপজেলা যুবদলের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা ঢাকা র উদ্দেশ্যে যাত্রা করেন।




