কাপ্তাইয়ে বিনামূল্যে চারা বিতরণ জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবেলায় বৃক্ষরোপণের আহ্বান- মোঃ রুহল আমিন

 

চৌধুরী মুহাম্মদ রিপন, কাপ্তাইঃ

“জলবায়ু পরিবর্তন ট্রাস্ট ফান্ড” এর অর্থায়নে “জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় ব্যাপক বনায়নের লক্ষ্যে চারা উত্তোলন (চতুর্থ পর্যায়)” শীর্ষক প্রকল্পের আওতায় বিনামূল্যে চারা বিতরণ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৪ অক্টোবর) সকাল সাড়ে এগারোটায় কাপ্তাই উপজেলা চত্বরে চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের আয়োজনে এবং বড়ইছড়ি নার্সারী কেন্দ্র, বড়ইছড়ি বনশুল্ক ও পরীক্ষণ ফাঁড়ির বাস্তবায়নে এ চারা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রুহুল আমিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাপ্তাই উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান দিলদার হোসেন, কাপ্তাই রেঞ্জ কর্মকর্তা এস.এম. মহিউদ্দিন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সৈয়দ মাহমুদ হাসান, এবং কাপ্তাই রেঞ্জের অফিস সহায়ক মোঃ উসমান গনি। এছাড়াও বিভিন্ন সামাজিক সংগঠন, শিক্ষক, সাংবাদিক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। প্রধান অতিথি তাঁর সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, জলবায়ু পরিবর্তনের প্রভাব থেকে মানুষকে রক্ষা করতে হলে বেশি বেশি গাছ লাগানোর বিকল্প নেই। প্রতিটি নাগরিকের উচিত অন্তত একটি করে গাছ রোপণ করা ও তার যত্ন নেওয়া। বিশেষ অতিথি দিলদার হোসেন বলেন,
গাছ আমাদের জীবনের অবিচ্ছেদ্য অংশ। বনায়নের মাধ্যমে পরিবেশ রক্ষা ও জীববৈচিত্র্য টিকিয়ে রাখা সম্ভব। এই উদ্যোগ নিঃসন্দেহে প্রশংসনীয়। রেঞ্জ কর্মকর্তা এস.এম. মহিউদ্দিন বলেন, চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগ জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় ধারাবাহিকভাবে বৃক্ষরোপণ কার্যক্রম চালিয়ে যাচ্ছে। আমাদের লক্ষ্য—সবুজে ঢাকা টেকসই বাংলাদেশ গঠন।
অনুষ্ঠান শেষে উপস্থিত অতিথিরা বিভিন্ন সংগঠন ও ব্যক্তির হাতে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা তুলে দেন।