
চৌধুরী মুহাম্মদ রিপন, কাপ্তাইঃ
কাপ্তাই মাধ্যমিক শিক্ষক সমিতির আয়োজনে কাপ্তাই উপজেলা গেইট সংলগ্ন এলাকায় বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণসহ তিন দফা দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার ১৪ অক্টোবর সকাল ১১টায়
আয়োজিত এই মানববন্ধনে উপজেলার বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকবৃন্দ অংশ নেন। মানববন্ধনে বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে এমপিওভুক্ত শিক্ষকরা বৈষম্যের শিকার হয়ে আসছেন।
শিক্ষা ব্যবস্থাকে টেকসই ও মানসম্মত করতে হলে সকল শিক্ষককে একই কাঠামোর আওতায় আনতে হবে। তারা জানান, পূর্ববর্তী সরকার বারবার আলোচনার আশ্বাস দিলেও তা বাস্তবায়িত হয়নি। রাজধানীতে ৪৪ দিনব্যাপী অবস্থান কর্মসূচি পালন করেও কাঙ্ক্ষিত ফল পাওয়া যায়নি। বক্তারা আরও বলেন, আমরা শিক্ষক—জাতি গঠনের কারিগর। অথচ আমাদের প্রাপ্য সম্মান ও ন্যায্য অধিকার এখনো নিশ্চিত হয়নি। সরকারের কাছে আমরা বারবার আবেদন জানিয়েছি, এবার বাস্তবায়ন চাই, আশ্বাস নয়।
মানববন্ধন শেষে শিক্ষকরা কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রুহুল আমিন-এর মাধ্যমে শিক্ষা উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করেন।
সভায় সভাপতিত্ব করেন কাপ্তাই ওয়াগ্গা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতি সভাপতি সুবিমল তঞ্চঙ্গা, মানববন্ধন সঞ্চালনায় ছিলেন, কাপ্তাই শিক্ষক সমিতি র সাধারণ সম্পাদক ও শহীদ শামসুদ্দীন বালিকা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মুহাম্মদ আমির হোসাইন, এসময় বক্তব্য রাখেন, বড়ইছড়ি কর্ণফুলী নুরুল হুদা কাদেরী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জয়সীম বড়ুয়া, শহীদ শামসুদ্দীন বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুহাম্মদ হানিফ
কাপ্তাই উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক
মাহবুব হাসান বাবু, কাপ্তাই উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক হারুনুর রশিদ,
পাহাড়িকা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক ফজলুম করিম, চিৎমরম উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মাহবুবুর রহমান, ডংনালা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মোস্তফা সায়েদ মনোয়ার,
তৈয়্যবিয়া সুন্নিয়া মাদ্রাসা র সিনিয়র শিক্ষক মনিরুল ইসলাম। এছাড়াও মানববন্ধনে উপজেলার বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকারা অংশগ্রহণ করে জাতীয়করণসহ শিক্ষকদের তিন দফা দাবি বাস্তবায়নের জন্য সরকারের দৃষ্টি আকর্ষণ করেন।





