মানিকগঞ্জের হরিরামপুরে নারী শিক্ষক ও স্বামীর বিরুদ্ধে মানববন্ধন

 

মোঃ আবদুল হক, হরিরামপুর প্রতিনিধি

মানিকগঞ্জের হরিরামপুরে নয়াকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক দম্পতির বিরুদ্ধে অনিয়মের অভিযোগ তুলে মানববন্ধন করেছে এলাকাবাসী। শনিবার (৬ সেপ্টেম্বর) সকাল ১০টায় উপজেলার গালা ইউনিয়নের গোপালপুর এলাকায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে শতাধিক নারী-পুরুষ অংশগ্রহণ করেন। এ সময় বক্তারা অভিযোগ করেন, বিদ্যালয়ের সহকারী শিক্ষক শাম্মী সুলতানা ও তার স্বামী জিয়াউর রহমান স্থানীয়দের নামে মিথ্যা মামলা দিয়ে আসছেন, প্রাণনাশের হুমকি দিচ্ছেন এবং বিভিন্নভাবে হয়রানি করছেন। তারা এ ঘটনায় অভিযুক্ত দম্পতির শাস্তি দাবি করেন।
এ বিষয়ে অভিযুক্ত শিক্ষক শাম্মী সুলতানা বলেন,
“চাকরির কারণে আমি ঢাকায় থাকি। এ সুযোগে আমার চাচা ও চাচাতো ভাইরা বাড়ি দখলের চেষ্টা চালায়। তাই আমি গ্রামে ফিরে আসি। বাড়ি দখল করতে না পারায় তারা এখন আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। বরং আমি-ই তাদের নির্যাতনের শিকার।