
রবিউল হোসেন চৌধুরী রিপনঃ
রাঙামাটির কাপ্তাইয়ে জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধ ও ভিক্টিম সাপোর্ট সেন্টারের সেবা বিষয়ে জনসচেতনতা কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৬ সেপ্টেম্বর) সকালে উপজেলা পরিষদ হলরুমে বাংলাদেশ পুলিশ কাপ্তাই থানার আয়োজনে এ কার্যক্রম অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন কাপ্তাই উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) নেলী রুদ্র। প্রধান আলোচক হিসেবে উপস্থিত থেকে স্বাগত বক্তব্য দেন কাপ্তাই সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জাহেদুল ইসলাম। সভাপতিত্ব করেন কাপ্তাই থানার অফিসার ইনচার্জ (ওসি) কায় কিসলু। বিশেষ অতিথি ছিলেন কাপ্তাই উপজেলার সাবেক চেয়ারম্যান মো. দিলদার হোসেন। সঞ্চালনায় ছিলেন থানার সেকেন্ড অফিসার সাইমুল ইসলাম। এছাড়া বক্তব্য রাখেন খ্রিষ্টীয়ান হাসপাতালের সিসিএইচপি প্রোগ্রাম ম্যানেজার বিজয় মারমা, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান নুর নাহার বেগম, উপজেলা মহিলা আনসার কোম্পানি কমান্ডার মুন্নি আক্তার, চন্দ্রঘোনা ইউনিয়ন বিএনপি সভাপতি মো. জাকির হোসেন, সাংস্কৃতিক কর্মী আনিসুর রহমান ও সালাউদ্দিন রুবেলসহ অনেকে। বক্তারা বলেন, জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধ, নারী শিক্ষা বিস্তার, বাল্যবিবাহ ও যৌতুক নিরসনে সকলকে এগিয়ে আসতে হবে। তারা শিক্ষার্থীসহ সমাজের সর্বস্তরের মানুষের মধ্যে সচেতনতা ছড়িয়ে দেওয়ার আহ্বান জানান। অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, সামাজিক সংগঠন ও গণমাধ্যমকর্মীরা অংশ নেন।