
আহমদ বিলাল খানঃ
জেলার বিদ্যুৎ বিভাগের দায়িত্ব অবহেলার অবসান ও নিরবিচ্ছিন্ন বিদ্যুত সরবরাহের দাবিতে রাঙ্গামাটিতে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার (০২ সেপ্টেম্বর) সকাল ১১টায় রাঙ্গামাটি বিদ্যুৎ বিতরণ ও বিপণন নির্বাহী প্রকৌশলীর কার্যালয় ভেদভেদীতে এই মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। আয়োজিত মানববন্ধনে বক্তারা বলেন, বিদ্যুৎ উৎপাদনের জন্য রাঙ্গামাটির বিপুল পরিমাণ জমি পানির নিচে প্লাবিত। এ বিদ্যুৎ উৎপাদনের জন্য অনেক মানুষ আজ বাস্তুচ্যুত। বিদ্যুৎ উৎপাদনের জন্য রাঙ্গামাটির মানুষের এত ত্যাগের পরেও রাঙ্গামাটির মানুষ বিদ্যুৎ প্রাপ্তির অধিকার থেকে বঞ্চিত। সাম্প্রতিক সময়ে বিদ্যুৎ বিভ্রাটের কারণে এখানকার মানুষ স্বস্তিতে নেই। বিদ্যুৎ উৎপাদনের ভরা মৌসুমেও আমরা বিদ্যুৎ অধিকার থেকে বঞ্চিত। রাঙ্গামাটির কাপ্তাই বাঁধ হতে উৎপাদিত বিদ্যুৎ রাঙ্গামাটি মানুষ ব্যবহারের পরেই পরবর্তীতে অন্য জায়গায় সরবরাহ করা যেতে পারে। বাংলাদেশ বিপ্লবী ওয়ার্কার্স পার্টি রাঙ্গামাটি জেলা কমিটি কর্তৃক আয়োজিত মানববন্ধনে সংহতি প্রকাশ করে বক্তব্য রাখেন রাঙামাটি সদর উপজেলার বন্দুকভাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অমর চাকমা, পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠন কেন্দ্রীয় কমিটির সহসভাপতি শ্যামল চৌধুরী, মানবাধিকার প্রতিষ্ঠা ও বাস্তবায়ন সংস্থা রাঙামাটি জেলা কমিটির সভাপতি মো. আব্দুল মান্নান রানা। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টি রাঙামাটি পার্বত্য জেলা কমিটির সভাপতি ও পার্টির কেন্দ্রীয় সদস্য নির্মল বড়ুয়া মিলন। মানববন্ধন অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টি রাঙামাটি পার্বত্য জেলা কমিটির সাধারণ সম্পাদক জুঁই চাকমা।