
রবিউল হোসেন চৌধুরী রিপনঃ
রাঙ্গামাটির কাপ্তাইয়ে ভি-ডব্লিউ-বি (Vulnerable Women Benefit) কার্ডধারীদের মধ্যে চাল বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (২ সেপ্টেম্বর) সকাল ১১টায় উপজেলার রাইখালী ইউনিয়ন পরিষদ কার্যালয় প্রাঙ্গণে এ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রিনি চাকমা কার্ডধারী মহিলাদের হাতে চাল তুলে দেন ২০২৫-২০২৬ অর্থবছরে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে বাস্তবায়িত এই কর্মসূচির আওতায় রাইখালী ইউনিয়নের ২৪৯ জন দুঃস্থ ও অসহায় মহিলাকে ৩০ কেজি করে চাল প্রদান করা হয়। পাশাপাশি উপকারভোগীদের জন্য প্রশিক্ষণের ব্যবস্থাও করা হবে বলে জানান উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা। তিনি বলেন, “সমাজকে এগিয়ে নিতে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। পাশাপাশি বাল্যবিবাহ রোধে পরিবারগুলোকে সচেতন থাকতে হবে। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মংক্য মারমা, মহিলা বিষয়ক কার্যালয়ের সহকারী আবু সালেহ মোহাম্মদ সেলিমসহ ইউপি সদস্যরা। এ সময় উপকারভোগী নারীরা একসঙ্গে দুই মাসের ৬০ কেজি করে চাল পেয়ে সন্তুষ্টি প্রকাশ করেন। ভি-ডব্লিউ-বি কর্মসূচি মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের অধীন একটি সামাজিক নিরাপত্তা ও উন্নয়নমূলক কার্যক্রম। এর মূল লক্ষ্য হলো গ্রামীণ দুঃস্থ ও অসচ্ছল নারীদের আর্থ-সামাজিক অবস্থার উন্নয়ন।