লংগদুতে পাহাড় কর্তনের দায়ে মোবাইল কোর্টে জরিমানা

 

কামরুজ্জামান, লংগদু প্রতিনিধিঃ

রাঙামাটির লংগদু উপজেলায় অবৈধভাবে পাহাড় কাটার দায়ে মোবাইল কোর্ট পরিচালনা করে এক ব্যক্তিকে জরিমানা করা হয়েছে। রোববার (৩১ আগস্ট) দুপুর ১২টার দিকে উপজেলার মধ্যম বাইট্টাপাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জাহাঙ্গীর হোসাইন। এ সময় মো. তোফাজ্জল হোসেনকে পরিবেশ সংরক্ষণ আইন-১৯৯৫ এর ৬(খ) ধারায় দোষী সাব্যস্ত করে ২০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। অভিযান শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট জাহাঙ্গীর হোসাইন বলেন, “পাহাড় কর্তন একটি দণ্ডনীয় অপরাধ। এ ধরনের অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান চলমান থাকবে।”