
কামরুজ্জামান, লংগদু প্রতিনিধিঃ
রাঙামাটির লংগদু উপজেলায় অবৈধভাবে পাহাড় কাটার দায়ে মোবাইল কোর্ট পরিচালনা করে এক ব্যক্তিকে জরিমানা করা হয়েছে। রোববার (৩১ আগস্ট) দুপুর ১২টার দিকে উপজেলার মধ্যম বাইট্টাপাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জাহাঙ্গীর হোসাইন। এ সময় মো. তোফাজ্জল হোসেনকে পরিবেশ সংরক্ষণ আইন-১৯৯৫ এর ৬(খ) ধারায় দোষী সাব্যস্ত করে ২০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। অভিযান শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট জাহাঙ্গীর হোসাইন বলেন, “পাহাড় কর্তন একটি দণ্ডনীয় অপরাধ। এ ধরনের অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান চলমান থাকবে।”