বাঘাইছড়িতে ফায়ার সার্ভিস স্টেশন স্থাপনের ৩ দফা দাবিতে এলাকাবাসীর সংবাদ সম্মেলন

 

আহমদ বিলাল খানঃ

রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলায় অগ্নিকাণ্ড, দুর্ঘটনা বা প্রাকৃতিক দুর্যোগের সময়ে তাৎক্ষণিক সহায়তা পাওয়ার জন্য দ্রুত একটি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন স্থাপনের তিন দফা দাবিতে সংবাদ সম্মেলন করেছেন স্থানীয় জনগণ।শনিবার (১৭ আগস্ট) সকাল সাড়ে ১০টায় শহরের একটি রেস্টুরেন্টে “বাঘাইছড়ি এলাকাবাসী” ব্যানারে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। তাদের দাবি হলে – বাঘাইছড়িতে অবিলম্বে একটি পূর্ণাঙ্গ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন স্থাপন। প্রয়োজনীয় জনবল, আধুনিক যন্ত্রপাতি ও যানবাহন সরবরাহ। স্থানীয় জনগণের জন্য নিয়মিত ফায়ার সেফটি প্রশিক্ষণ চালু। এবং সংশ্লিষ্ট দপ্তর দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণ করা। এসময় এলাকাবাসীর পক্ষে রাঙামাটি জেলা ও দায়রা জর্জ আদালতের আইনজীবী মো. রহমান উল্লাহ লিখিত বক্তব্যে বলেন, আমরা বাঘাইছড়িতে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন স্থাপনের দাবিতে আমরা জেলা প্রশাসক বরাবরে একটি স্মারকলিপি প্রদান করেছি এবং বাস্তবায়নের জন্য ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কর্মকর্তাদের সাথে আলোচনা করেছি। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কর্মকর্তা দুইজন দায়িত্ব প্রাপ্ত ব্যক্তি আমাদের দাবিকে খুবই যৌক্তিক দাবি মনে করে কার্যকরী পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন। কিন্তু আজ পর্যন্ত উল্লেখযোগ্য কোন অগ্রগতি আমাদের কাছে পরিলক্ষিত হয়নি। তাই আজকে আমাদের এই সংবাদ সম্মেলন। তিনি আরো বলেন, বাঘাইছড়ি বাংলাদেশের সবচেয়ে বড় উপজেলা, যেখানে জনবসতি, বাজার, শিক্ষা প্রতিষ্ঠান, অফিস, ব্যবসা-বাণিজ্য ও উন্নয়ন প্রকল্প বিদ্যমান। অথচ এখানে কোনো ফায়ার সার্ভিস স্টেশন না থাকায় অগ্নিকাণ্ডে বড় ধরনের ক্ষয়ক্ষতি হচ্ছে। সাম্প্রতিক ২১/০৫/২০২৫ তারিখ মুসলিম ব্লক বাজারে এবং পূর্বে দুরছড়ি, বাঘাইহাট ও অন্যান্য এলাকায় অগ্নিকাণ্ডে কোটি কোটি টাকার সম্পদ পুড়ে যায়।বাংলাদেশ জমায়েত ইসলামী রাঙ্গামাটি জেলা শাখা সূরা সদস্য, ও নবগঠিত জেলা আইনজীবী সমিতির কার্যকরী সদস্য অ্যাডভোকেট রহমত উল্লাহর উপস্থাপনায় সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, রাঙ্গামাটি সরকারি কলেজ ছাত্র দলের সাবেক সভাপতি মো. আল-আমিন, রাঙ্গামাটি জেলা আইনজীবী সমিতির আইনজীবী এডভোকেট মো. জিল্লুর রহমান, রাঙ্গামাটি বনরূপা বাজার বিশিষ্ট ব্যবসায়ী মো. করিম, পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ (পিসিসিপি) রাঙ্গামাটি জেলা শাখার সভাপতি মো. আলমগীর হোসেন, রাঙ্গামাটি সরকারি কলেজ ছাত্র দলের সদস্য মোঃ রাকিব সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।