
কাপ্তাই প্রতিনিধি:
টানা বৃষ্টিপাত ও উজান থেকে নেমে আসা ঢলের কারণে কাপ্তাই হ্রদের পানির প্রবাহ (ইনফ্লো) দ্রুত বৃদ্ধি পাচ্ছে। এ পরিস্থিতিতে হ্রদের পানি নিয়ন্ত্রণে রাখতে বুধবার (৬ আগস্ট) দুপুর ১টা থেকে কাপ্তাই বাঁধের স্পিলওয়ের ১৬টি জলকপাট খুলে দেওয়া হয়েছে। জলকপাটগুলো এর আগে ১৮ ইঞ্চি করে খোলা থাকলেও বর্তমানে তা বাড়িয়ে ৩০ ইঞ্চি পর্যন্ত করা হয়েছে। ফলে প্রতি সেকেন্ডে প্রায় ৪৯ হাজার কিউসেক পানি কাপ্তাই হ্রদ থেকে কর্ণফুলী নদীতে ছেড়ে দেওয়া হচ্ছে। পানি উন্নয়ন বোর্ড ও কাপ্তাই পানি বিদ্যুৎ কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা জানান, বাঁধ ও নিচু অঞ্চলগুলোকে সুরক্ষিত রাখতে সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে এই পানি নিস্কাশনের উদ্যোগ নেওয়া হয়েছে। তারা আরও জানান, পরিস্থিতি বিবেচনায় জলকপাট খোলার মাত্রা পর্যায়ক্রমে সমন্বয় করা হতে পারে। এদিকে কর্ণফুলী নদীর তীরবর্তী এলাকাগুলোর বাসিন্দাদের প্রতি সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে, যাতে হঠাৎ পানির প্রবাহ বৃদ্ধির ফলে কোনো ধরনের দুর্ঘটনা না ঘটে।