
কাপ্তাই (রাঙামাটি) প্রতিনিধি:
রাঙামাটির কাপ্তাইয়ের বিশিষ্ট সমাজসেবক, সাবেক ইউপি সদস্য এবং শতবর্ষী গুণী ব্যক্তি সৈয়দ সিরাজুল ইসলাম (প্রকাশ মুন্সী মেম্বার) ২৮ জুলাই সোমবার সকাল সাড়ে দশটায় ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল প্রায় ১০০ বছর। মরহুম সৈয়দ সিরাজুল ইসলাম কাপ্তাই উপজেলা বিএনপির সভাপতি জনাব লোকমান আহমেদের শ্বশুর এবং কাপ্তাই উপজেলা যুবদলের আহ্বায়ক জাহেদুল ইসলামের পিতা। তাঁর মৃত্যুতে কাপ্তাই বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক মহলে শোকের ছায়া নেমে আসে।
কাপ্তাই উপজেলা বিএনপির সভাপতি জনাব লোকমান আহমেদ বলেন, “মরহুম সৈয়দ সিরাজুল ইসলাম (মুন্সী মেম্বার) ছিলেন একজন নিবেদিতপ্রাণ সমাজসেবক এবং সাবেক জনপ্রতিনিধি। আমি তাঁর বিদেহী আত্মার মাগফেরাত কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।”
আজ বাদ যোহর কাপ্তাই উচ্চ বিদ্যালয় মাঠে মরহুমের প্রথম জানাজা অনুষ্ঠিত হয়।
জানাজায় উপস্থিত ছিলেন রাঙামাটি জেলা বিএনপির সহ-সভাপতি ডা. রহমত উল্লাহ, যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান দিলদার হোসেন, কাপ্তাই উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ইয়াসিন মামুন, জামায়াতে ইসলামী কাপ্তাই উপজেলা শাখার আমির হারুনুর রশীদ, ৪নং কাপ্তাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রকৌশলী আবদুল লতিফসহ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতারা এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ। জানাজা শেষে মরহুমের মরদেহ তাঁর গ্রামের বাড়ি চট্টগ্রামের রাউজান উপজেলার আন্ধারমানিক সৈয়দ আওলিয়ার বাড়িতে নেওয়া হয়। সেখানে দ্বিতীয় দফা জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁর দাফন সম্পন্ন করা হয়।