হরিরামপুর এসএসসি ২০০৩ ব্যাচের অঙ্গীকার—সবুজে গড়বো বাংলাদেশ আবার

 

মোঃ আবদুল হক, বিশেষ প্রতিনিধি
হরিরামপুর, মানিকগঞ্জঃ

“সবুজে গড়বো বাংলাদেশ আবার”—এই স্লোগানকে সামনে রেখে মানিকগঞ্জের হরিরামপুরে এসএসসি ২০০৩ ব্যাচের উদ্যোগে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির শুভ সূচনা করা হয়েছে। এই কর্মসূচির আওতায় হরিরামপুর উপজেলার বিভিন্ন এলাকা এবং উপজেলার অন্তর্গত প্রায় ১৫টি বিদ্যালয়ে ধারাবাহিকভাবে গাছ রোপণ করা হবে। আজ ১১ জুলাই সকাল ১১টায় আনুষ্ঠানিক উদ্বোধন করেন হরিরামপুর উপজেলার নির্বাহী কর্মকর্তা কোহিনূর আক্তার। উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন “বর্তমানে নির্বিচারে গাছ কাটার কারণে পরিবেশের ভারসাম্য নষ্ট হচ্ছে। এসএসসি ২০০৩ ব্যাচের এই উদ্যোগ নিঃসন্দেহে প্রশংসনীয়। আমি বিশ্বাস করি, এই কর্মসূচির মাধ্যমে হরিরামপুর একদিন আবার সবুজে ভরে উঠবে।” তিনি আরও আশা প্রকাশ করেন, এসএসসি ২০০৩ ব্যাচের সদস্যরা ভবিষ্যতেও আরও বেশি করে সামাজিক উন্নয়নমূলক কাজে সম্পৃক্ত হবেন এবং সমাজে ইতিবাচক পরিবর্তনে ভূমিকা রাখবেন। উদ্বোধনী অনুষ্ঠানে হরিরামপুর এসএসসি ব্যাচ ২০০৩ এর পক্ষ থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তা, উপজেলা কৃষি কর্মকর্তা এবং হরিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে সম্মাননা স্মারক প্রদান করা হয়। এই ব্যতিক্রমী উদ্যোগটি স্থানীয়দের মাঝে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে, এবং আশা করা হচ্ছে এই বৃক্ষরোপণ কর্মসূচি হরিরামপুরে পরিবেশ সুরক্ষা ও সবুজায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।