কাপ্তাইয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্মৃতি মিনিবার ফুটবল টুর্নামেন্ট-২০২৫ এর ফাইনাল অনুষ্ঠিত

 

চৌধুরী মুহাম্মদ রিপনঃ

রাঙামাটি জেলার কাপ্তাই উপজেলার নতুন বাজার আনন্দ মেলা মাঠে অনুষ্ঠিত হলো শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্মৃতি মিনিবার ফুটবল টুর্নামেন্ট-২০২৫ এর ফাইনাল খেলা। ১০ জুলাই ২০২৫, বৃহস্পতিবার বিকাল ৩টায় অনুষ্ঠিত এই প্রতিযোগিতার শিরোপা নির্ধারণী ম্যাচে মুখোমুখি হয় কাপ্তাই পশ্চিম পাড়া বনাম কাপ্তাই নতুন বাজার ব্রাদার্স। টানটান উত্তেজনাপূর্ণ খেলায় কাপ্তাই পশ্চিম পাড়া দল ১-০ গোলে জয়লাভ করে চ্যাম্পিয়ন হয়। ফাইনাল খেলার উদ্বোধন করেন রাঙামাটি জেলা বিএনপির সভাপতি দীপন তালুকদার দীপু। গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মামুনুর রশিদ মামুন। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন: জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক দিলদার হোসেন, সদর উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক মাহবুব রহমান, জেলা বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক আলী বাবর,কাপ্তাই উপজেলা বিএনপির সভাপতি মো. লোকমান আহম্মদ,সিনিয়র সহ-সভাপতি জাফর আহমেদ স্বপন,সাধারণ সম্পাদক মো. ইয়াছিন আল মামুন,সাংগঠনিক সম্পাদক উথোই মং মারমা,সিনিয়র যুগ্ম সম্পাদক আবু বক্কর ছিদ্দিক আবু, চন্দ্রঘোনা বিএনপির সভাপতি মো. জাকির হোসেন,সাধারণ সম্পাদক আব্দুল মতিন,
উপজেলা যুবদলের সদস্য সচিব ইব্রাহিম হাবিব মিলু প্রমুখ। কাপ্তাই ইউনিয়ন যুবদলের সদস্য সচিব ও ক্রিয়েটিভ বয়েজ এর সভাপতি সালাউদ্দিন রুবেল এর সভাপতিত্বে অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন নুর মোহাম্মদ বাবু। খেলা পরিচালনা করেন শাহজালাল চৌধুরী এবং ধারা ভাষ্যকার হিসেবে দায়িত্ব পালন করেন ওসমান গনি তনু। এই সময়
আয়োজক কাপ্তাই নতুন বাজার ক্রিয়েটিভ বয়েজ ক্লাবের সদস্যরা অতিথি বৃন্দ সহ দর্শকদের
আন্তরিক ধন্যবাদ জানান।