কাপ্তাইয়ে এসএসসি ও দাখিল সমমান পরীক্ষা অনুষ্ঠিত, প্রথম দিনে ১১জন অনুপস্থিত

 

কাপ্তাই ( রাঙ্গামাটি) প্রতিনিধি:

রাঙামাটির কাপ্তাই উপজেলার ৪টি পরীক্ষা কেন্দ্রে এবার এসএসসি ও দাখিল পরীক্ষার্থী ১০৬২ জন অংশগ্রহণ করেছে। বৃহস্পতিবার (১০ এপ্রিল) সকাল ১০ টা হতে পরীক্ষা শুরু হয়েছে। প্রথম দিনের পরীক্ষায় ৮৭২ জন ছাত্র ছাত্রী অংশগ্রহণ করার কথা থাকলেও ১১ জন অনুপস্থিত ছিলেন। তার মধ্যে দুইজন ছাত্র এবং নয়জন ছাত্রী। পরীক্ষা কেন্দ্রগুলোহল নারানগিরি সরকারি উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ১শত ৯৩। তার মধ্যে ১ জন ছাত্র ও ২জন ছাত্রী মোট ৩ জন অনুপস্থিত ছিলেন। কাপ্তাই বিদ্যুৎ উন্নয়ন বোর্ড মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে ৩শত ৪৭ জনের মধ্য ১ জন ছাত্রী অনুপস্থিত ছিলেন এবং বড়ইছড়ি কর্ণফুলি নুরুল হুদা কাদেরী উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ২শত ৩৫ জন পরীক্ষার্থীর মধ্য ১জন ছাত্র ও চার জন ছাত্রীর সহ মোট ৫ জন অনুপস্থিত ছিলেন। এদিকে দাখিল পরীক্ষায় কাপ্তাই আল আমিন নুরিয়া মাদ্রাসা কেন্দ্রে সর্বমোট ৯৭ জন পরীক্ষার্থী অংশ নেওয়ার কথা থাকলে ২ জন অনুপস্থিতি থেকে ৯৫ জন অংশগ্রহণ করে । কাপ্তাই উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জানান, সৈয়দ মাহামুদ হাসান জানান আমরা সুষ্ঠ পরীক্ষার জন্য সকল ধরনের প্রস্তুতি হয়েছে । কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা রুহুল আমিন এদিন উপজেলার কয়েকটি কেন্দ্র পরিদর্শন করেন। তিনি জানান এসএসসি এবং দাখিল পরীক্ষা যাতে সুষ্ঠুভাবে সম্পাদন হয় সেইজন্য পরীক্ষা কেন্দ্রের আশেপাশে ১৪৪ ধারা জারি করা হয়েছে। উল্লেখ্য :নারানগিরি সরকারি উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ২শত ৮৩, কাপ্তাই বিদ্যুৎ উন্নয়ন বোর্ড মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে ৩শত ৯৪ জন এবং বড়ইছড়ি কর্ণফুলি নুরুল হুদা কাদেরী উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ২শত ৮৭ জন পরীক্ষার্থী অংশ নিচ্ছেন। এদিকে দাখিল পরীক্ষায় কাপ্তাই আল আমিন নুরিয়া মাদ্রাসা কেন্দ্রে সর্বমোট ৯৮ জন পরীক্ষার্থী অংশ নিয়েছেন।