মানিকগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি কারাগারে

 

মোঃআবদুল হক জেলা প্রতিনিধি মানিকগঞ্জঃ

মানিকগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান অ্যাডভোকেট গোলাম মহীউদ্দীন উচ্চ আদালত থেকে জামিন পরবর্তী মানিকগঞ্জ সিনিয়র দায়রা জজ আদালতে আত্মসমর্পণ করলে আদালত তার জামিন নামঞ্জুর করে জেলহাজতে প্রেরণের নির্দেশ দিয়েছেন।
মঙ্গলবার (৮ এপ্রিল) সকালে বিচারক লিয়াকত আলী মোল্লার আদালতে আত্মসমর্পণ করলে বিচারক গোলাম মহীউদ্দীনকে জামিন নামঞ্জুর করে জেলহাজতে প্রেরণ করেন।
মানিকগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পৃথক দুটি মামলা ও জেলা বিএনপি অফিস ভাঙচুরসহ চার মামলার আসামি তিনি। ৫ আগস্টের পর থেকে তিনি পলাতক ছিলেন।
সম্প্রতি আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান অ্যাডভোকেট গোলাম মহীউদ্দীন পৃথক চার মামলায় উচ্চ আদালত থেকে চার সপ্তাহের জন্য আগাম জামিনে ছিলেন। মঙ্গলবার দুটি মামলার আগাম জামিন মেয়াদ শেষ হলে আদালতে আত্মসমর্পণ করতে আসেন তিনি।
তার আইনজীবী অসীম কুমার বিশ্বাস জানান, মঙ্গলবার বেলা সোয়া ১১টার দিকে মানিকগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করে শুনানি করেন আসামিপক্ষের ৭-৮ জন আইনজীবী। দীর্ঘ সময় শুনানি শেষে রাষ্ট্রপক্ষ জামিনের বিরোধিতা করে ন্যায়বিচার প্রার্থনা করলে বিচারক তার জামিন আবেদন নামঞ্জুর করে জেলহাজতে প্রেরণের আদেশ দেন।
মানিকগঞ্জ কোর্ট ইন্সপেক্টর মো. আবুল খায়ের বলেন, ‘গোলাম মহীউদ্দীনের বিরুদ্ধে মানিকগঞ্জে চারটি নাশকতার মামলা রয়েছে। ওই সকল মামলায় তিনি মহামান্য উচ্চ আদালত থেকে জামিনে ছিলেন। দুটি মামলার জামিনের মেয়াদ শেষ হয়ে গেলে তিনি আত্মসমর্পণ করতে আসলে আদালত তাকে জেলহাজতে প্রেরণের নির্দেশ প্রদান করেন।
রাষ্ট্রপক্ষের কৌঁসুলি আ ফ ম নুরতাজুল আলম বাহার জানান, আসামির বিরুদ্ধে যে চারটি মামলা রয়েছে সবগুলোতে গুরুতর অভিযোগ থাকায় আদালত তার জামিন আবেদন নামঞ্জুর করে জেলহাজতে প্রেরণের আদেশ প্রদান করেন।