
রবিউল হোসেন রিপন কাপ্তাই রাঙ্গামাটি প্রতিনিধিঃ
রাঙ্গামাটির কাপ্তাই উপজেলার ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ কাপ্তাই উচ্চ বিদ্যালয়ের ৪০ বছর পূর্তি ও প্রথম পুনর্মিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের স্লোগান ছিল ‘চার দশকের পথচলা শেষে, সবুজ স্মৃতিময় স্বপ্নের দেশে’।
শুক্রবার (১০ জানুয়ারি ২০২৫) সকালে বিদ্যালয় প্রাঙ্গনে রুবি জয়ন্তী (৪০ বছর পূর্তি) ও প্রথম পুনর্মিলনী
৪০ বছর পূর্তি উদযাপন কমিটির আয়োজনে আলোচনা সভা ও শিক্ষকদের সম্মাননা দেওয়া হয়। এই সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙ্গামাটি জেলা পরিষদের চেয়ারম্যান কৃষিবিদ কাজল চাকমা। অনুষ্ঠান শুরুতে
র্যালি শেষে বেলুন ও শান্তির পায়রা উড়িয়ে রুবি জয়ন্তী উদ্বোধন করেন, কাপ্তাই জোনের জোনাল কমান্ডার লে. কর্ণেল নূর উল্লাহ জুয়েল, পিএসসি।
রুবি জয়ন্তী ও প্রথম পুনর্মিলনী উদযাপন কমিটির প্রধান উপদেষ্টা ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান দিলদার হোসেনের সভাপতিত্বে রুবি জয়ন্তী উদ্বোধন করেন কাপ্তাই জোনের জোনাল কমান্ডার লে. কর্ণেল নূর উল্লাহ জুয়েল, পিএসসি। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন – কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা জিসান বিন মাজেদ, কাপ্তাই বিএফআইডিসি, এলপিসি সহ-ব্যবস্থাপক তীর্থজিৎ রায়,কাপ্তাই উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুব হাসান বাবু,কাপ্তাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুদসহ কাপ্তাই উচ্চ বিদ্যালয়ের সাবেক শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। এর আগে সকালে বিদ্যালয় প্রাঙ্গন থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি কাপ্তাইয়ের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে আবার বিদ্যালয়ে এসে শেষ হয়।