রবিউল হোসেন রিপন কাপ্তাই রাঙ্গামাটি প্রতিনিধিঃ
রাঙ্গামাটির কাপ্তাই উপজেলার ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ কাপ্তাই উচ্চ বিদ্যালয়ের ৪০ বছর পূর্তি ও প্রথম পুনর্মিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের স্লোগান ছিল ‘চার দশকের পথচলা শেষে, সবুজ স্মৃতিময় স্বপ্নের দেশে’।
শুক্রবার (১০ জানুয়ারি ২০২৫) সকালে বিদ্যালয় প্রাঙ্গনে রুবি জয়ন্তী (৪০ বছর পূর্তি) ও প্রথম পুনর্মিলনী
৪০ বছর পূর্তি উদযাপন কমিটির আয়োজনে আলোচনা সভা ও শিক্ষকদের সম্মাননা দেওয়া হয়। এই সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙ্গামাটি জেলা পরিষদের চেয়ারম্যান কৃষিবিদ কাজল চাকমা। অনুষ্ঠান শুরুতে
র্যালি শেষে বেলুন ও শান্তির পায়রা উড়িয়ে রুবি জয়ন্তী উদ্বোধন করেন, কাপ্তাই জোনের জোনাল কমান্ডার লে. কর্ণেল নূর উল্লাহ জুয়েল, পিএসসি।
রুবি জয়ন্তী ও প্রথম পুনর্মিলনী উদযাপন কমিটির প্রধান উপদেষ্টা ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান দিলদার হোসেনের সভাপতিত্বে রুবি জয়ন্তী উদ্বোধন করেন কাপ্তাই জোনের জোনাল কমান্ডার লে. কর্ণেল নূর উল্লাহ জুয়েল, পিএসসি। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন - কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা জিসান বিন মাজেদ, কাপ্তাই বিএফআইডিসি, এলপিসি সহ-ব্যবস্থাপক তীর্থজিৎ রায়,কাপ্তাই উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুব হাসান বাবু,কাপ্তাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুদসহ কাপ্তাই উচ্চ বিদ্যালয়ের সাবেক শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। এর আগে সকালে বিদ্যালয় প্রাঙ্গন থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি কাপ্তাইয়ের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে আবার বিদ্যালয়ে এসে শেষ হয়।
প্রধান সম্পাদকঃ মোঃশামছুল আলম, প্রকাশকঃ রবিউল হোসেন রিপন, ০১৬৩৯২২৫২০৫, সম্পাদকঃ পম্পি বড়ুয়া
Copyright © 2025 দৈনিক রাঙামাটি সময়. All rights reserved.