
হবিগঞ্জ জেলা প্রতিনিধিঃ
অদ্য বিকালে পুলিশ সুপার কার্যালয় প্রাঙ্গণে হবিগঞ্জ পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক) উদ্যোগে প্রতিবন্ধী, দৃষ্টি প্রতিবন্ধী, গরীব ও অসহায়দের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করেন হবিগঞ্জ পুনাক সভানেত্রী ও পুলিশ সুপার সহধর্মিণী ডা: জান্নাতুল নাঈমা হক। এ সময় উপস্থিত ছিলেন অত্র জেলা পুলিশ সুপার আক্তার হোসেন বিপিএম-সেবা।
এ সময় পুনাক সভানেত্রী উপস্থিত প্রত্যেকের হাতে পরম মমতায় এই ঈদ সামগ্রী তুলে দেন।
ঈদ সামগ্রী বিতরণকালে পুনাকের অন্যান্য নেত্রীবৃন্দ ও হাসিবুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), হবিগঞ্জ ও মোঃ শামসুল হক, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস), হবিগঞ্জ, মোঃ খলিলুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), হবিগঞ্জ উপস্থিত ছিলেন।