পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষ্যে সহকর্মীদের মাঝে হবিগঞ্জ পুলিশ সুপারের শুভেচ্ছা উপহার

 

কামাল মিয়া হবিগঞ্জ জেলা প্রতিনিধিঃ

সহকর্মীদের সাথে ঈদ আনন্দ ভাগাভাগি করে নেয়ার প্রয়াসে হবিগঞ্জ জেলা পুলিশে কর্মরত ঊধ্বর্তন কর্মকর্তাগণ, দপ্তর প্রধান ও সিভিল স্টাফদের মাঝে পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষ্যে শুভেচ্ছা উপহার প্রদান করেন হবিগঞ্জ জেলার পুলিশ সুপার ংআক্তার হোসেন বিপিএম-সেবা।

জনসাধারণকে কাঙ্ক্ষিত সেবাদানের লক্ষ্যে সঠিক কর্মপরিবেশ সৃষ্টির জন্য পুলিশ সুপার কল্যাণ, মনোবল বৃদ্ধি ও উত্তম কাজের স্বীকৃতিস্বরূপ বিভিন্ন পুরস্কার-প্রণোদনা প্রদান করে থাকেন। তারই ধারাবাহিকতায় আজ ০৮ এপ্রিল ২০২৪ হবিগঞ্জ পুলিশ সুপারের কার্যালয়ে ঊধ্বর্তন কর্মকর্তাগণ, দপ্তর প্রধান ও সিভিল স্টাফদের মাঝে পবিত্র ঈদ-উল-ফিতরের শুভেচ্ছা উপহার প্রদান করেন।

পুলিশ সুপার এ সময় সকলকে পবিত্র মাহে রমজান ও ঈদের অগ্রীম শুভেচ্ছা জানান।

এ সময় উপস্থিত ছিলেন হাসিবুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), হবিগঞ্জ, মোঃ শামসুল হক, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস), হবিগঞ্জ, পলাশ রঞ্জন দে, অতিরিক্ত পুলিশ সুপার (বানিয়াচং সার্কেল), হবিগঞ্জ, মোঃ খলিলুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল), হবিগঞ্জ, আবুল খয়ের, সহকারী পুলিশ সুপার (বাহুবল সার্কেল), হবিগঞ্জ, নির্মলেন্দু চক্রবর্তী, সহকারী পুলিশ সুপার (মাধবপুর সার্কেল), হবিগঞ্জ, জেলার সকল অফিসার ইনচার্জগণসহ হবিগঞ্জ জেলা পুলিশের বিভিন্ন দপ্তরের প্রধানগণ ও সিভিল স্টাফগণ।