
হবিগঞ্জ জেলা প্রতিনিধিঃ
হবিগঞ্জ জেলার চৌকস পুলিশ সুপার আক্তার হোসেন এর দিকনির্দেশনায় হবিগঞ্জ জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ জনাব মোঃ নুর হোসেন মামুন ও অফিসার ইনচার্জ (২), জনাব রফিকুল ইসলামের তত্ত্বাবধানে এস আই সত্যজিৎ চক্রবর্তীর নেতৃত্বে একদল ডিভি পুলিশ গোপাল সংবাদের ভিত্তিতে হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জ পুরান বাজার জামাল মিয়ার ভাতের হোটেল এর সামনে আসমী লেচু মিয়ার( ৩২) পিতা ইয়াদুল হোসেন সাং বানিয়াগাও থানা বহুবল জেলা হবিগঞ্জ কে আটক করে তাহার চালিত সিএনজি গাড়ির সিটের নিচে থেকে ২৮ কেজি গাঁজা ও একটি মোবাইল উদ্ধার করা হয়। সিএনজি গাড়ি থেকে অপর একজন পালিয়ে যায় উল্লেখিত আসামিদের বিরুদ্ধে মাদক আইনে মামলা হয়েছে এবং হবিগঞ্জ জেলার চুনারো ঘাট থানার আহাম্মাদাবাদ ২ নং ইউনিয়ন এর লালুয়া চা বাগান হতে পরিত্যাক্ত অবস্থায় ১৫ কেজি গাঁজা উদ্ধার করেন। একই সাথে
১৩. ৫০ ঘটিকার সময় এসআই লিটন রায় এএস আই মনির সহ একটি পুলিশ টিম গোপন সংবাদের ভিত্তিতে আহমদাবাদ ইউনিয়নের বগাডুপি রেলগেইট চৌরাস্তায় চেকপোস্ট স্থাপন করে একটি সিএনজি চালিত অটো রিক্সা সহ দুইজন মহিলাকে আটক করা হয়। পরবর্তীতে মহিলা পুলিশের সহায়তায় তাহাদের দেহ তল্লাশি করে মহিলা ০২ জনের বোরকার নিচে কছস্ট্যাপ দ্বারা শরীরের সাথে প্যাঁচানো অবস্থায় ০৬ কেজি করে মোট ১২ কেজি গাঁজা উদ্ধার করা হয়। মাদক বহনকরী সিএনজি চালিত অটোরিকশা চালকসহ আটক করা হয়। আসামিদ্বয়ের দেয়া
তথ্য নিশ্চিত করেছেন হবিগঞ্জ জেলার পুলিশ সুপার জনাব আক্তার হোসেন বিপিএম সেবা, তিনি আরও বলেন অপরাধীদের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে মাদক ব্যবসায়ী ভূমি দস্যু কিশোর গ্যাং সহ অপরাধী যে ই হোক কাউকে ছাড় দেওয়া হবে না বলে এসপি আক্তার হোসেন জানান।