
মোহাম্মদ মাসুদঃ
চট্টগ্রাম মহানগরীর বায়েজিদ বোস্তামী এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে কিশোর গ্যাং এর সক্রিয় ০৫ সদস্যকে দেশীয় ধারালো অস্ত্রসহ গ্রেফতার করেছে র্যাব-৭, চট্টগ্রাম।
১৭ মার্চ রাত সাড়ে ১১টায় বায়েজিদ বোস্তামী
থানাধীন আমিন কলোনী জুট মিল এলাকায় হতে আটক করে। আটককৃত আসামিরা হলো, ১। মোঃ আরিফ হোসেন (৩০), পিতা-মোস্তফা কামাল, ২। মোঃ সাগর (২৪), পিতা-কবির হোসেন, ৩। মোঃ সুমন (৩০), পিতা-মোঃ ইউনুস, ৪। মোঃ কামরুল (২৪), পিতা-মৃত মোঃ সুলতান, এবং ৫। মোঃ ইয়াছিন মিয়া (১৯), পিতা-আব্দুল নবী। আটকের সময় আসামিদের দেহ তল্লাশী ও তাদের নিজ হাতে বের করে দেয়া মতে ০১টি লোহার ছুরি, ০২টি ফোল্ডিং ছুরি এবং ০১টি স্টিলের ক্ষুর উদ্ধার করা হয়।
র্যাব ৭ এর সিনিয়র সহকারী পরিচালক ও মিডিয়া অফিসার নুরুল আফছার জানায়,
বিশেষ সংবাদের ভিত্তিতে কতিপয় দুষ্কৃতিকারী কিশোর গ্যাং এর সদস্যরা দেশীয় ধাড়ালো অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে ডাকাতির প্রস্তুতিকালে আভিযানিক দল আসামিদের আটক করতে সক্ষম হয়।
আটক আসামিদের জিজ্ঞাসাবাদে, নিজেদের কিশোর গ্যাং সক্রিয়তায় তারা দীর্ঘদিন যাবৎ বায়েজিদ বোস্তামীসহ শহরের বিভিন্ন এলাকায় রাত্রীকালীন সিএনজি, অটোরিকশাসহ বিভিন্ন ধরনের যানবাহনে চাঁদাবাজি, ছিনতাইসহ ডাকাতি করে আসছিল। আসামিগণ ডাকাতির উদ্দেশ্যে দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে আমিন কলোনী জুট মিল এলাকায় একত্রিত হয়েছিল।
আটককৃতরা স্থানীয়ভাবে রাস্তায়, বাসস্ট্যান্ডসহ বিভিন্ন গলি ও রোডে ছিনতাই, চাঁদাবাজী, নিজেদের মধ্যে মারামারি, অন্য সাধারণ কিশোরদের মারধর ও প্রাননাশের হুমকী প্রদান, দেশীয় অস্ত্রশস্ত্র প্রদর্শন এবং মাদক সেবন করে বলে জানা যায়। সাধারণ মানুষসহ দৈনন্দিন চলাচলরত বিভিন্ন শ্রেণী পেশার মানুষদের দেশীয় অস্ত্রের মুখে ভীতি প্রদর্শনে মূল্যবান জিনিসপত্র, স্বর্ণালংকার, মোবাইল ফোন, নগদ টাকা ছিনতাই করে আসছিল বলে অকপটে স্বীকার করে।
সিডিএমএস পর্যালোচনায় আসামীদের বিরুদ্ধে পাঁচলাইশ, বায়েজিদ বোস্তামী এবং চাঁদপুর জেলার শাহরাস্তি থানায় চুরি, ডাকাতি, ছিনতাই এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে সর্বমোট ০৯টি মামলার তথ্য পাওয়া যায়। আটক আসামি এবং উদ্ধারকৃত আলামত সংক্রান্তে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণে বায়েজিদ বোস্তামী থানায় হস্তান্তর করা হয়েছে।