ইউনুছিয়া তাজভীদুল কুরআন মাদ্রাসার কেন্দ্রীয় সনদ পরীক্ষার্থীদের জন্য দোয়া মাহফিল, পরীক্ষা সামগ্রী বিতরণ ও অথিতি সংবর্ধনা অনুষ্ঠিত

তথ্য ও ক্যামরায় সেকান্দর হোসেন শান্তঃ

আজ ২৩ নভেম্বর বৃহস্পতিবার সকাল ১১ ঘটিকায় ইউনুছিয়া তাজভীদুল কুরআন নূরানী মাদ্রাসায় সম্মানিত পরিদর্শক মাওলানা আজিজুল হক এর সভাপতিত্বে ইউনুছিয়া তাজভীদুল কুরআন মাদ্রাসার পরিচালক মাওলানা আব্দুল খালেক এর সঞ্চালনায় দোয়া মাহফিল ও সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী সৌদি প্রবাসী আলহাজ্ব মোঃ সোলায়মান তালুকদার , বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মুহাম্মদ আব্দুল আজিজ।
অনুষ্ঠানে বক্তারা বলেন দ্বীনি ও আধুনিক শিক্ষার সমন্বয়ে গঠিত যুগোপযোগী এই প্রতিষ্ঠানটি বিগত তিন বছর যাবৎ সুনামের সাথে দ্বীনি ও আধুনিক শিক্ষা প্রদান করে আসছে। আজকে আমরা এই অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পেরে নিজেদেরকে ধন্য মনে করছি। তাই আমাদের সকলের উচিত এ প্রতিষ্ঠানের সাথে সবসময় সুসম্পর্ক রাখা। যে যতটুকু পারি সবসময় এই প্রতিষ্ঠানের জন্য সহযোগিতা করা। ইনশাআল্লাহ আমরাও সবসময় এই প্রতিষ্ঠানের পাশে থাকবো। বক্তব্য শেষে ব্রহ্মোত্তর উত্তর পাড়ার যুবক ভাইদের পক্ষ থেকে ২০২৩ সালের নূরানী তালীমুল কুরআন বোর্ডের অধীনে কেন্দ্রীয় সনদ পরীক্ষায় অংশগ্রহণকারী সকল শিক্ষার্থীকে পরীক্ষা সামগ্রী বিতরণ করা হয়। এসময় আরো উপস্থিত ছিলেন মাওলানা এনামুল হক, মতিউর রহমান, শামসুল আলম মেম্বার, ব্যবসায়ী আব্দুল মান্নান, দুবাই প্রবাসী এমদাদুল হক, সৌদি প্রবাসী হেলাল উদ্দিন, ব্যবসায়ী আব্দুল খালেক, দেলোয়ার হোসেন প্রমুখ।