বাংলাদেশে মাথাপিছু আয় ২ হাজার ৮ শ ২৪ ডলার স্থানীয় সরকার মন্ত্রী মোঃ তাজুল ইসলাম

 

মোঃ জমির আলী হবিগঞ্জ জেলা প্রতিনিধিঃ

হবিগঞ্জে স্থানীয় সরকার মন্ত্রী মোঃ তাজুল ইসলাম বলেছেন, শেখ হাসিনার নেত্বেতে বাংলাদেশ বিশ্বের কাছে উন্নয়নের রোল মডেল হিসেবে পরিচিতি হয়েছে।তিনি হবিগঞ্জ পৌরসভার লৌহ দূরীকরণ প্রকল্প-৩ এর উদ্বোধনী উপলক্ষে উন্নয়ন ও শান্তি সমাবেশ,অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখছিলেন। মন্ত্রী বলেন,এখন বাংলাদেশে মাথাপিছু আয় ২ হাজার ৮ শ ২৪ ডলার। গত ১৫ বছরে শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের মাথাপিছু আয় বেড়েছে ২ হাজার ১শ ২৪ ডলার। তিনি আরো বলেন, দেশে এত উন্নয়ন হওয়ার পরও একটি মহল হরতাল, অবোরোধের মাধ্যমে দেশে অরাজকতা সৃষ্টি করার চেষ্টা করছে। দেশের অর্থনীতিকে পিছিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। তিনি সকল জনপ্রতিনিধিদের নিজ নিজ এলাকায় কাজ করার আহবান জানান। মন্ত্রী বলেন,যারা জনগনের ভাগ্য উন্নয়নের পথে বাঁধা সৃষ্টি করতে চায়, তাদের সে চেষ্টা যাতে সফল না হয় সেজন্য কাজ করতে হবে।