হবিগঞ্জে জেলায় পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন নতুন পুলিশ সুপার যোগদান

 

মোঃ জমির আলী হবিগঞ্জ জেলা প্রতিনিধিঃ

হবিগঞ্জ জেলারপুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)এর নতুন পুলিশ সুপার হিসেবে মোঃ হায়াতুন-নবী যোগদান করেছেন। গত ১১ নভেম্বর তিনি হবিগঞ্জ কার্যালয়ে এসে যোগদান করেন। এ সময় তাকে ফুলের তোড়া দিয়ে বরণ করেন পিবিআইয়ের কর্মকর্তাগন। মোঃ হায়াতুন-নবী ২৮ তম বিসিএস এ সহকারী পুলিশ সুপার হিসেবে বাংলাদেশ পুলিশে যোগদান করেন। ইতিপূর্বে তিনি পুলিশ হেডকোয়ার্টার্স, হবিগঞ্জ জেলা, সুনামগঞ্জ জেলাসহ বিভিন্ন জায়গায় সুনামের সাথে কাজ করেছেন। নবাগত পুলিশ সুপার পিবিআই হবিগঞ্জ জেলা সেবা প্রত্যাশীদের সেবা প্রদানে বদ্ধপরিকর। তিনি দায়িত্ব পালনে সাংবাদিকসহ সকলের সহযোগিতা কামনা করছেন।
উল্লেখ্য, পিবিআইয়ের নবনিযুক্ত পুলিশ সুপার হায়াতুন-নবী ইতিপূর্বে হবিগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পালন করেছিলেন।