
যশোর ব্যুরোঃ
যশোরের বাজারে নিত্য পণ্যের বাজার মুল্য সহনীয় পর্যায়ে রাখতে আজ সকালে জেলা বাজার মনিটোরিং কমিটির এক সভা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক আজাহারুল ইসলাম। সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সুজন সরকার। সভায় যশোর চেম্বার অব কমার্সের যুগ্ম সম্পাদক এজাজ উদ্দিন টিপু, প্রেসক্লাব যশোরের সাবেক সহসভাপতি নূর ইসলাম, সাংবাদিক ইউনিয়ন যশোরের সভাপতি আকরামুজ্জামান,জেলা ভোক্তা অধিকারের উপ পরিচালক সেলিমুজ্জামান সেলিমসহ জেলা কৃষি বিভাগ, জেলা মার্কেটিং অফিসার ও যশোর বড় বাজারের বিভিন্ন কৃষি পন্যের আড়তদার ও পাইকারী ব্যবসায়ী প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন। সভায় পিয়াজসহ নিত্য প্রয়োজনীয় কঁাচা পন্যের বাজার হঠাৎ করে অস্থিতিশীল হয়ে ওঠায় উদ্বেগ প্রকাশ করা হয়। একই সাথে পিয়াজের বাজার মুল্য নিয়ে ব্যবসায়ীদের কারসাজি বন্ধে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হয়। বিশেষ করে দেশের রাজনৈতিক অস্থিরতার সুযোগে এক শ্রেণীর মুনাফাখোর আড়তদার ও ডিলারবৃন্দ কমিশনের নামে মনোপুলি ব্যবসা করার কারনে হঠাৎ করে বাজারে পেয়াজের মুল্য অস্বাভাবিক ভাবে বৃদ্ধি পাচ্ছে বলে ব্যবসায়ীরা স্বীকার করেন। জেলা প্রশাসক মোঃ আজহারুল ইসলাম, এ সময় ধৈয্যসহকারে ব্যবসাীদের কথাবার্তা শোনেন এবং দ্রুত বাজার মনিটরিংসহ প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ গ্রহণ করতে সংশ্লিষ্টদের নির্দেশ প্রদান করেন।বাজারে অস্থিতিশীলতা রোধে প্রশাসন কঠোর অবস্থানে থাকবে। সবাই নিয়ম মেনে ব্যবসা করলে বাজারে স্বাভাবিকতা বজায় থাকবে। তিনি বলেন,আসুন আমরা সবাই মিলে ভালো থাকি, দেশকে ভালো রাখি। সভায় জেলা প্রশাসন বাজার মনিটরিং আরও জোরদার করার আশ্বাস দিয়েছেন তিনি।





