
মোঃ আবদুল হক, হরিরামপুর প্রতিনিধি
মানিকগঞ্জের হরিরামপুর উপজেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি মো. সোহাগ হোসেন (২৫) কে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার ভোররাতে উপজেলার গোপীনাথপুর ইউনিয়নের ভাটিপাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে নিশ্চিত করেছেন হরিরামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মজিবুর রহমান।
গ্রেপ্তার সোহাগ হোসেন ভাটিপাড়া গ্রামের মো. আক্তার মল্লিকের ছেলে। ছাত্রলীগের দায়িত্বে থাকাকালীন সময়ে তিনি স্থানীয় ছাত্র আন্দোলনে ভিন্নমত পোষণ করতেন বলে জানা গেছে।
২০২২ সালের ৩০ মে মানিকগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক আফরোজা খান রিতার বাসভবনে হামলা ও ভাঙচুরের ঘটনায় দায়ের হওয়া মামলায় তাকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছে পুলিশ।





