কাপ্তাইয়ে নারাণগিরি রায় সাহেব বৌদ্ধ বিহারে মহা কঠিন চীবর দান অনুষ্ঠিত

 

চৌধুরী মুহাম্মদ রিপনঃ

রাঙামাটির কাপ্তাইয়ে বৌদ্ধ ধর্মাবলম্বীদের অন্যতম বৃহৎ ধর্মীয় অনুষ্টান মহা কঠিন চীবর দান অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১০ অক্টোবর ২০২৫) দিনব্যাপী ভক্তবৃন্দের অংশগ্রহণে ধর্মীয় আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে নারাণগিরি রায় সাহেব বৌদ্ধ বিহার ও দেবতাছড়ি মহাজনপাড়া স্বধর্ম জ্যোতি বৌদ্ধ বিহারে এই অনুষ্ঠান সম্পন্ন হয়। নারাণগিরি রায় সাহেব বৌদ্ধ বিহারে সংঘ দান, প্রবজ্জ্যা ও উপসম্পদা গ্রহণের মাধ্যমে শুরু হয় দিনব্যাপী ধর্মীয় অনুষ্টান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিহারাধ্যক্ষ উঃ পান্ডিতা মহাথের। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজ নিকায় মার্গ রাজগুরু ভদন্ত উঃ জ্ঞানাওয়াইংসা মহাথের (ডাকবাংলা পাড়া)। প্রধান ধর্ম দেশনা প্রদান করেন উঃ নাইংদা ওয়াসা মহাথের, হেডম্যান পাড়া কেন্দ্রীয় বৌদ্ধ বিহার, বাঙ্গাল হালিয়া। অনুষ্ঠানের সার্বিক আয়োজন করে রায় সাহেব বৌদ্ধ বিহার পরিচালনা কমিটি। পরিচালনা কমিটির সভাপতি ছিলেন ক্যচিং মং মারমা, সাধারণ সম্পাদক থোয়াই সা প্রু (রুভেল) এবং কোষাধ্যক্ষ আজাইমং মারমা (আজিম)। অনুষ্ঠান শেষে সাধারণ সম্পাদক থোয়াই সা প্রু (রুভেল) বলেন—বৌদ্ধ ধর্মাবলম্বীদের এই মহা ধর্মীয় উৎসব সফলভাবে সম্পন্ন করতে যারা প্রত্যক্ষ ও পরোক্ষভাবে সহযোগিতা করেছেন, সেই সকল দায়িক দায়িকা, পূর্ণর্থ্রী ও শ্রদ্ধেয় এলাকাবাসীর প্রতি আমি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি। তাদের আন্তরিক পরিশ্রম, সহযোগিতা ও ভক্তি এই আয়োজনকে সফল ও শান্তিময় করেছে। ভবিষ্যতেও যেন সবাই মিলেমিশে ধর্মীয় ঐক্য ও সৌহার্দ্য বজায় রেখে সমাজে কল্যাণ বয়ে আনতে পারেন, এটাই আমার প্রত্যাশা। রাইখালী ৩২১ মৌজার হেডম্যান উসুয়ে সুয়ে মারমা
আমাদের প্রতিনিধি জানান, নারাণগিরি রায় সাহেব বৌদ্ধ বিহারে মহা কঠিন চীবর দান অনুষ্ঠানটি এলাকার ঐতিহ্য ও ধর্মীয় সংস্কৃতির অংশ। এই আয়োজনে যে শৃঙ্খলা, ঐক্য ও শান্তির পরিবেশ সৃষ্টি হয়েছে, তা সত্যিই প্রশংসনীয়। আমি আয়োজক কমিটি, দায়িক দায়িকা, পূর্ণর্থ্রী ও সকল ধর্মপ্রাণ ভক্তদের ধন্যবাদ জানাই। এই চীবর দান যেন সকল প্রাণীর মঙ্গল ও শান্তির বার্তা বয়ে আনে, এ কামনা করছি।