
চৌধুরী মুহাম্মদ রিপনঃ
আসন্ন শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন করার লক্ষ্যে রাঙামাটি কাপ্তাই উপজেলা প্রশাসনের উদ্যোগে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২২ সেপ্টেম্বর) সকাল ১১টায় উপজেলা পরিষদের সম্মেলন কক্ষ ‘কিন্নরী’-তে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রুহুল আমিন। তিনি বক্তব্যে বলেন, দুর্গাপূজাকে কেন্দ্র করে কোনো ধরনের বিশৃঙ্খলা সহ্য করা হবে না। পূজা মণ্ডপে আইনশৃঙ্খলার অবনতি ঘটানোর চেষ্টা হলে তাৎক্ষণিকভাবে প্রশাসনকে অবহিত করার আহ্বান জানান তিনি। ইউএনও আরও বলেন, সরকারের নির্দেশনা অনুযায়ী এ বছরও দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে পালনের জন্য যথাযথ ব্যবস্থা নেওয়া হয়েছে। উপজেলা প্রশাসনের তথ্য মতে, কাপ্তাই উপজেলার ৫টি ইউনিয়নের ৮টি পূজা মণ্ডপে এ বছর দুর্গোৎসব অনুষ্ঠিত হবে। সভায় উপস্থিত ছিলেন—কাপ্তাই জোনের ৩৮ বীরের উপ-অধিনায়ক মেজর নাজমুল কাদির শুভ, সহকারী কমিশনার (ভূমি) রুদ্র, কাপ্তাই থানার ওসি মোহাম্মদ কায় কিসলু, চন্দ্রঘোনা থানার ওসি মুহাম্মদ শাহজাহান কামাল, কাপ্তাই বিজিবির সহকারী পরিচালক উপেন্দ্র লাল হালদার, রাজনৈতিক দল ও বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধি, সরকারি কর্মকর্তা, সাংবাদিক ও পুজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ। এছাড়া কাপ্তাই উপজেলা পুজা উদযাপন পরিচালনা কমিটির প্রধান সমন্বয়ক দীপক কুমার ভট্টাচার্য, আহ্বায়ক জগদীশ চন্দ্র দাশ, সদস্য সচিব প্রিয়তোষ ধর পিন্টু, ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের হিন্দু কল্যাণ ট্রাস্টের উপজেলা প্রতিনিধি ঝুলন দত্তসহ বিভিন্ন পূজা মণ্ডপের প্রতিনিধিরা সভায় অংশ নেন।