দুর্গাপূজা উপলক্ষে কাপ্তাই থানায় মতবিনিময় সভা অনুষ্ঠিত 

 

ঝুলন দত্ত, কাপ্তাই ( রাঙামাটি) প্রতিনিধি:

শারদীয় দুর্গাৎসব উপলক্ষে কাপ্তাই   থানা পুলিশের উদ্যোগে সনাতনী সম্প্রদায়ের নেতৃবৃন্দের সাথে এক মতবিনিময় সভা থানার ওসির কার্যালয়ে     রবিবার  (২১ সেপ্টেম্বর) বিকাল ৫ টায়  অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন কাপ্তাই  থানার   ওসি মোহাম্মদ কায় কিসলু। এসময় তিনি বলেন, সনাতনী সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গা পুজা সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে প্রত্যেক মন্দিরে পুলিশ নিয়োজিত থাকবে। ইতিমধ্যে প্রত্যেক মন্দিরের পুজার পরিস্থিতি পর্যবেক্ষণ করার জন্য থানার  অফিসার এবং ফোর্স টহল দিয়েছেন। পাশাপাশি অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনী মোতায়েন এবং টহলে থাকবে। তবে আইন শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি নিজস্ব মন্দিরের স্বেচ্ছাসেবক দল নিয়োজিত রাখতে হবে। একটি উৎসবমুখর পরিবেশে পুজা উদযাপন এর লক্ষ্যে পুলিশ বাহিনীর সদস্যরা সর্বোচ্চ সর্তক অবস্থানে থাকবেন। মতবিনিময় সভায় কাপ্তাই থানার সেকেন্ড অফিসার সাইমুল ইসলাম, কাপ্তাই উপজেলা পুজা উদযাপন পরিচালনা কমিটি ২০২৫ এর  আহবায়ক জগদীশ চন্দ্র দাশ, সদস্য সচিব  প্রিয়তোষ ধর পিন্টু,  ধর্ম বিষয়ক মন্ত্রনালয়ের হিন্দু কল্যান ট্রাস্টের ট্রাস্টি কর্তৃক মনোনিত কাপ্তাই উপজেলা প্রতিনিধি ঝুলন দত্ত সহ বিভিন্ন মন্দিরে প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।