
এখনই প্রস্তুতি নিন, শিশুকে টাইফয়েড থেকে সুরক্ষিত রাখুন!
কাপ্তাই (রাঙামাটি) প্রতিনিধি :
আগামী ১২ অক্টোবর ২০২৫ থেকে দেশব্যাপী টাইফয়েড ভ্যাকসিন ক্যাম্পেইন ২০২৫ শুরু হতে যাচ্ছে। ১৮ কর্মদিবসব্যাপী এ ক্যাম্পেইনে ৯ মাস থেকে ১৫ বছর বয়সী, ৯ম শ্রেণি বা সমমান শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীসহ শিক্ষা প্রতিষ্ঠানের বাইরে থাকা শিশুদেরকেও টিকা দেয়া হবে। টিকা: TCV (Typhoid Conjugate Vaccine) – সম্পূর্ণ ফ্রি
কোথায় পাওয়া যাবে: স্থানীয় EPI কেন্দ্র স্কুল/মাদ্রাসাসহ সকল শিক্ষা প্রতিষ্ঠান (নির্ধারিত দিনে)
স্থায়ী কেন্দ্র (ক্যাম্পেইনের সকল দিন) প্রয়োজনীয় কাগজপত্র: শিশুর ১৭ ডিজিটের ডিজিটাল জন্ম নিবন্ধন সনদ। নিবন্ধন পদ্ধতি: ওয়েবসাইটে রেজিস্ট্রেশন করতে হবে: vaxepi.gov.bd পূর্বে HPV টিকায় নিবন্ধিত থাকলে নতুন রেজিস্ট্রেশন ছাড়াই লগইন করে টাইফয়েড টিকায় নিবন্ধন করা যাবে। মোবাইল নম্বর ভুলে গেলে ব্যবহার করতে হবে Forget mobile number অপশন। এছাড়াও এ ক্যাম্পেইনে HPV টিকা দেওয়া হবে ৫ম শ্রেণি বা সমমানের ছাত্রী অথবা ১০ বছর বয়সী মেয়েদেরকে ১ ডোজ হিসেবে। কাপ্তাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রুই হ্লা অং মারমা গতকাল সোমবার (২৫ আগস্ট) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ডা. রুই হ্লা অং মারমা র অফিস রুমে স্থানীয় সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে বলেন—সরকার যাচাই-বাছাই করে ভালো কোম্পানি থেকে নিরাপদ এই টিকা আমদানি করেছে। জরিপে যেসব বয়স হতে টাইফয়েডে আক্রান্ত হওয়ার সম্ভাবনা বেশি, সেখানে শিশুদের জন্য বিনামূল্যে এ টিকার ব্যবস্থা করা হয়েছে। তাই শিক্ষক, জনপ্রতিনিধি রাজনৈতিক ব্যাক্তি ও অভিভাবকদের প্রতি অনুরোধ টাইফয়েডের টিকা দেওয়ার জন্য সবাইকে প্রচারনায় সহযোগিতা করে
দ্রুত নিবন্ধন করে শিশুকে টাইফয়েডের ঝুঁকি থেকে সুরক্ষিত করুন।