এখনই প্রস্তুতি নিন, শিশুকে টাইফয়েড থেকে সুরক্ষিত রাখুন!
কাপ্তাই (রাঙামাটি) প্রতিনিধি :
আগামী ১২ অক্টোবর ২০২৫ থেকে দেশব্যাপী টাইফয়েড ভ্যাকসিন ক্যাম্পেইন ২০২৫ শুরু হতে যাচ্ছে। ১৮ কর্মদিবসব্যাপী এ ক্যাম্পেইনে ৯ মাস থেকে ১৫ বছর বয়সী, ৯ম শ্রেণি বা সমমান শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীসহ শিক্ষা প্রতিষ্ঠানের বাইরে থাকা শিশুদেরকেও টিকা দেয়া হবে। টিকা: TCV (Typhoid Conjugate Vaccine) – সম্পূর্ণ ফ্রি
কোথায় পাওয়া যাবে: স্থানীয় EPI কেন্দ্র স্কুল/মাদ্রাসাসহ সকল শিক্ষা প্রতিষ্ঠান (নির্ধারিত দিনে)
স্থায়ী কেন্দ্র (ক্যাম্পেইনের সকল দিন) প্রয়োজনীয় কাগজপত্র: শিশুর ১৭ ডিজিটের ডিজিটাল জন্ম নিবন্ধন সনদ। নিবন্ধন পদ্ধতি: ওয়েবসাইটে রেজিস্ট্রেশন করতে হবে: vaxepi.gov.bd পূর্বে HPV টিকায় নিবন্ধিত থাকলে নতুন রেজিস্ট্রেশন ছাড়াই লগইন করে টাইফয়েড টিকায় নিবন্ধন করা যাবে। মোবাইল নম্বর ভুলে গেলে ব্যবহার করতে হবে Forget mobile number অপশন। এছাড়াও এ ক্যাম্পেইনে HPV টিকা দেওয়া হবে ৫ম শ্রেণি বা সমমানের ছাত্রী অথবা ১০ বছর বয়সী মেয়েদেরকে ১ ডোজ হিসেবে। কাপ্তাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রুই হ্লা অং মারমা গতকাল সোমবার (২৫ আগস্ট) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ডা. রুই হ্লা অং মারমা র অফিস রুমে স্থানীয় সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে বলেন—সরকার যাচাই-বাছাই করে ভালো কোম্পানি থেকে নিরাপদ এই টিকা আমদানি করেছে। জরিপে যেসব বয়স হতে টাইফয়েডে আক্রান্ত হওয়ার সম্ভাবনা বেশি, সেখানে শিশুদের জন্য বিনামূল্যে এ টিকার ব্যবস্থা করা হয়েছে। তাই শিক্ষক, জনপ্রতিনিধি রাজনৈতিক ব্যাক্তি ও অভিভাবকদের প্রতি অনুরোধ টাইফয়েডের টিকা দেওয়ার জন্য সবাইকে প্রচারনায় সহযোগিতা করে
দ্রুত নিবন্ধন করে শিশুকে টাইফয়েডের ঝুঁকি থেকে সুরক্ষিত করুন।
প্রধান সম্পাদকঃ মোঃশামছুল আলম, প্রকাশকঃ রবিউল হোসেন রিপন, ০১৬৩৯২২৫২০৫, সম্পাদকঃ পম্পি বড়ুয়া
Copyright © 2025 দৈনিক রাঙামাটি সময়. All rights reserved.