নানিয়ারচরে জামায়াতে ইসলামীর উদ্যোগে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ এর ১ম বার্ষিকী পালিত

 

মোঃ ওমর ফারুক নানিয়ারচর, রাঙ্গামাটিঃ

নানিয়ারচর উপজেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে ২০২৪ সালের ঐতিহাসিক ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’-এর প্রথম বার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়। আলোচনা সভাটি অনুষ্ঠিত হয় নানিয়ারচর ইসলামপুরে অবস্থিত জামায়াতে ইসলামীর উপজেলা কার্যালয়ে, বিকাল সাড়ে ৫টায়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নানিয়ারচর উপজেলা জামায়াতের আমির মাওলানা মোঃ জুলফিকার আলী। এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা নায়েবে আমির মোঃ ইসমাইল হোসেন, সেক্রেটারি আঃ কাইয়ুম, অফিস সম্পাদক মাওলানা মোঃ জাহাঙ্গীর আলম, বাইতুল মাল সম্পাদক মোঃ ওমর ফারুক এবং উপজেলার বিভিন্ন ইউনিয়নের দায়িত্বশীল ব্যক্তিবর্গ ও কর্মীবৃন্দ। আলোচনা সভায় বক্তারা বলেন, গত ১৬ বছর ধরে দেশের মানুষের ওপর ফ্যাসিস্ট সরকার যে গুম-খুন, দমন-পীড়ন, জুলুম-নির্যাতন চালিয়ে এসেছে, তা পৃথিবীর ইতিহাসে এক কলঙ্কজনক অধ্যায়। বক্তারা আরও বলেন, আয়না ঘর, আইন-শৃঙ্খলা বাহিনীর অপব্যবহার, বিচারহীনতার সংস্কৃতি, প্রশাসনিক দুর্নীতি এবং মতপ্রকাশের স্বাধীনতা হরণের মাধ্যমে গণতন্ত্রকে পুরোপুরি ধ্বংস করে ফেলা হয়েছে। বক্তারা জোর দিয়ে বলেন, ২০২৪ সালের জুলাই মাসে দেশের মানুষ যে গণআন্দোলনের মাধ্যমে ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিল, সেটি ছিল জনগণের দীর্ঘদিনের ক্ষোভের বহিঃপ্রকাশ। সেই গণঅভ্যুত্থানই ছিল এক স্বতঃস্ফূর্ত প্রতিরোধের সূচনা। তারা বলেন, বাংলার জমিনে আর যেন কোনো ফ্যাসিস্ট সরকার ফিরে আসতে না পারে, তার জন্য দেশের জনগণকে আল্লাহর বিধানভিত্তিক ন্যায়বিচারপূর্ণ শাসনব্যবস্থা ও সৎ নেতৃত্ব প্রতিষ্ঠার আন্দোলনে শরিক হতে হবে। আল্লাহর আইন প্রতিষ্ঠা এবং সৎ শাসকের নেতৃত্বেই কেবল এই দেশ থেকে দুঃখ-কষ্ট, অন্যায়, নির্যাতন দূর হবে এবং সমাজে শান্তি ফিরে আসবে—এই প্রত্যাশা ব্যক্ত করেন বক্তারা। অনুষ্ঠান শেষে শহিদদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়ার আয়োজন করা হয়।