
রাঙ্গুনীয়া প্রতিনিধিঃ
রাঙ্গুনিয়া নবনিযুক্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা কামরুল হাসানের সাথে রাঙ্গুনিয়া প্রেসক্লাবের নেতৃবৃন্দের সাথে সৌজন্য সাক্ষাত অনুষ্ঠিত হয়।১০ এপ্রিল বৃহস্পতিবার বিকেলে প্রেসক্লাবের সভাপতি অনিরুদ্ধ অপুর নেতৃত্বে রাঙ্গুনিয়া প্রেসক্লাবের সদস্যদের মতবিনিময় ও কুশলাদি বিনিময় হয়।নবাগত ইউএনও কামরুল হাসান বলেন, বৈষম্য বিরোধী আন্দোলনে সাংবাদিকদের ভূমিকা প্রশংসনীয়। রাঙ্গুনিয়াকে সুন্দরভাবে গড়ে তুলতে সাংবাদিকদের ভূমিকা অনস্বীকার্য। সাংবাদিক সত্য ঘটনা পরিবেশনের মাধ্যমে জাতি সঠিক পথ নির্দেশনা পেয়ে থাকে। জাতির চতুর্থ স্তম্ভ সাংবাদিক। প্রেসক্লাবের নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন, মঞ্জুরুল ইসলাম, হাবিবুর রহমান, আজিজুল ইসলাম, রাহাত মামুন, মোঃ ইদ্রিস, মোহাম্মদ নেজাম উদ্দিন, জাকিরুল ইসলাম, জসিম উদ্দিন, মুজিবুল্লাহ আহাদ, নাজিম উদ্দীন, ইউছুপ, সেকান্দর হোসেন শান্ত, মোরশেদ আলম, মোঃ ইয়াছিন আরাফত,মীর জুলহাজ, দিদারুল আলম, মঈন উদ্দিন প্রমূখ।