
রাঙ্গামাটি জেলা প্রতিনিধিঃ
রাঙামাটি শহরের মানিকছড়িতে মাদ্রাসার পুকুরে গোসল করতে নেমে এক যুবকের মৃত্যু হয়। মৃত যুবকের নাম মোঃ কাজল বাসু।১৮ বছর বয়সী এই যুবক মানিকছড়ির মৃত আব্দুস সালামের সন্তান।
নিখোঁজের প্রায় পৌনে দুই ঘন্টা পর যুবকের নিথর দেহ উদ্ধার ফায়ার সার্ভিসের ডুবুরী দল।
জানা যায় বেলা পৌনে একটার সময় মানিকছড়িস্থ মাদ্রাসার পুকুরে গোসল করতে নেমে সাতাঁর কাটতে কাটতে পুকুরের মাঝখানে পানির নীচে তলিয়ে যায় কাজল বাসু। ঘটনার পরপরই স্থানীয়রা তাকে খোঁজার চেষ্ঠা চালিয়ে উদ্ধার করতে ব্যর্থ হয়। এর পর স্থানীয়রা রাঙামাটি ফায়ার সার্ভিসকে খবর দিলে বেলা দুই ঘটিকার সময় ফায়ার সার্ভিসের লিডার গিয়াস উদ্দিনের নেতৃত্বে ডুবুরি দল ঘটনাস্থলে আসে। এসময় ডুবুরির একটি দল ২০/২৫ মিনিট চেষ্ঠা চালিয়ে ডুবে যাওয়া বাসুর নিথর দেহ উপরে তুলে আনে।





