
হরিরামপুর প্রতিনিধিঃ
মানিকগঞ্জের হরিরামপুর উপজেলায় যোগদানকৃত উপজেলা নির্বাহী কর্মকর্তা কোহিনুর আক্তার উপজেলায় মত বিনিময় সভার আয়োজন করা হয়।৫ ফেব্রুয়ারী ২০২৫ বিকাল ৪:৩০ মিনিটে উপজেলা পরিষদের হল রুমে আয়োজিত মত বিনিময় সভায় সকল দপ্তরের কর্মকর্তা, মুক্তিযোদ্ধা ও সাংবাদিকদের সাথে উপজেলার বিভিন্ন প্রতিবন্ধকতা ও সম্ভাবনা বিষয়ে আলোচনা ও পরিচয়পর্বে উপজেলার বিভিন্ন বিষয়ে আলোচনা করেন। মত বিনিময় সভায় বক্তারা জানান, ঐতিহ্যের দিক থেকে মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার হাজারী গুড়, নদীভাঙ্গন বিষয়ে আলোচনা ও প্রতিবন্ধকতা থেকে উত্তরনের উপায়ের বিষয়ে বিভিন্ন পরামর্শ বিষয়ে বক্তব্য প্রদান করেন।